সাইদুর রহমান
বিজ্ঞ মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১১,ঢাকা গত ৭ই মার্চ ২০১২ইং সালে সারাদেশে সরকার বিরােধী বিএনপির জামায়েত গন-আন্দোলন রাষ্ট্রবাদী পল্টন মডেল থানা মামলা নং ৪৬/১২, দন্ডবিধি সন্ত্রাস ও নাশকতা অপরাধে অভিযােগে বিজ্ঞ যুগ্ন দায়রা জজ শ্রী কমল প্রসাদ আচার্য ন্যায় বিচারে গত ২০ ইং জানুয়ারী ২০২০ইং মােট ৭জন অভিযুক্ত আসামীকে অপরাধী মানিয়া বিভিন্ন মেয়াদী কঠোর সাজা ও অর্থদন্ড ঘােষীত করেন। উল্লেখ্য-বিএনপি ও জামায়েত উস্কানিতে গত ৭ই মার্চ ২০১২ইং সালে পল্টন থানা নিয়ন্ত্রনাধীন এলাকায় গন-আন্দোলনে অবরােধ,দাঙ্গা,নাশকতা ইত্যাদি ভয়াবহ নৈরাজ্য চলাকালিন দূর্বৃত্তরা পুলিশের সাথে দাঙ্গাফসাদ ও বােমাবাজী,ভাঙ্গচুড়, অগ্নি সংযােগ ইত্যাদি গুরুতর অপরাধ সংঘঠিত করে। এইরুপ ভয়াবহ দাঙ্গায় পুলিশসহ সাধারন জনগন গুরুতর আহতসহ সরকারী ও প্রাইভেট মােটরযানে বােমাবাজি অগ্নিকান্ড সংঘঠিত ও জানমালের প্রচুর ক্ষতি সাধন করে। এই ঘটনায় আহত ভীকটিম ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে রাষ্ট্রপক্ষ পল্টন মডেল থানায় মােট ৭জনকে গ্রফতারসহ মামলা দায়ের করেন। উল্লেখ্য-বিচার চলাকালিন অভিযুক্ত ৭জন আসামীর মধ্যে ৫জন জামিন লঙ্ঘন করে পলাতক থাকায় আদালত স্বাক্ষী প্রমানের ভিত্তিতে তাহাদের দোষী সাবস্থ্য করে প্রতি জনকে ৭বৎসর সশ্রম কাড়াদন্ডসহ ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬মাস কাড়াভােগের সাজা ঘােষীত করেন ।সাজা ঘােষীত ৫জন পলাতক আসামীরা ১।সায়েদ আহমেদ, পিং-শফি উল্লাহ, ২।মােঃ কাউসার হামিদ,পিং-আজাহার আলীখান,৩।মােঃ মেহরাব উদ্দিন,পিং-জাকির হােনেন,৪।মােঃ হাফিজুল আলম,পিং-ডাঃসৈয়দ মাহবুব আলম,৫।সাজ্জাদ আলম,পিং-হাজী ওসমান আলীগন ঢাকাস্থ বসবাসকারী ডি.এম.পি.বিভিন্ন থানা নিয়ন্ত্রনাধীন আস্থায়ী বাসিন্দা এবং পেশাগত প্রাক্তন ছাত্র আদালতে উপস্থিত ২জন আসামী ১। সুমন তালুকদার,পিং-আশরাফ তালুকদার,২।সিয়াম রেজা, পিং-মৃত মুস্তাক মিয়াকে বিশেষ বিবেচনায় বিজ্ঞ বিচারক জনপ্রতি ৫বৎসর সশ্রম কাড়াদন্ডসহ ১৫হাজার টাকা অর্থদন্ড অথবা ৩মাসের কাড়াভােগের আদেশ ঘােষীত করেন,তাহারা ২জন ঢাকাস্থ বসবাসকারি ডি.এম.পি, বিভিন্ন থানা নিয়ন্ত্রনাধীন অস্থায়ি বাসিন্দা ও পেশাগত প্রাক্তন ছাত্র ছিল এবং বর্তমানে জেলে সাজা ভােগ করছে। আমাদের প্রতিনিধি আরও জানায় যে-এই মামলায় সাজা ঘােষীত পলাতক আসামীরা সকলে শিক্ষারত ছাত্র ছিল বিধায় বিজ্ঞ বিচারক সাজার বিষয়টি বিশেষ বিবেচনায় নুন্যতম সাজা ঘােষীত করেন। আসামী পক্ষে বিজ্ঞ আইন জীবি ও আসামীদের আত্নিয়সজন প্রতিবেশীদের সাথে যােগাযােগে জানা যায় যে, আসামীরা রাষ্ট্র বাদীর সম্পূর্ন ষড়যন্ত্রের শিকার এবং এই ধরনের অপরাধের সাথে তাহাদের কোন সম্পৃত্বতা প্রমানিত হয় নাই।কিন্তু যেহেতু তাহারা বিএনপি ও জামায়েত রাজনীতিতে জড়িত সেই কারনে প্রতিপক্ষ রাষ্ট্র বাদী ষড়যন্ত্রকৃত অভিযােগ তৈরী করে তাহাদের অনুপস্থিতিতে একতরফা দোষী সাব্যস্ত করেছে বলে সুভাকাঙ্খি মহল ও আত্নিয়সজন দাবী করছে। আরও জানাযায় যে-রাষ্ট্র পক্ষ রাজনৈতীক প্রতিহিংশার কারনে আসামীদের বিরুদ্ধে একাধিক মামলায় অভিযুক্ত করাতে তাহারা জীবনের নিরাপত্তা জনিত কারনে দীর্ঘদিন যাবৎ আত্নগােপনে আছ। বর্তমানে সকল পলাতক আসামীদের গ্রেফতার প্রক্রিয়া জারি আছে এবং আইন সংস্থা সাজা পরােয়ানা নিয়ে সর্বত্র সন্ধানরত।
Leave a Reply