1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
ইটনায় চাচার হাতে ভাতিজা খুন শুরু হয়ছে ধান কাটার ধুম,কৃষকের মুখে হাসি থাকলেও দাম নিয়ে শঙ্কা মানবিকতার পরিচয় দিলেন ওসি;অক্লান্ত চেষ্টায় বাক প্রতিবন্ধী চাঁদনী ফেরত গেলো পরিবারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চায় ওসি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট কেরানীগঞ্জবাসী ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ইটনায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩২ জন কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জামাতের কলম বিতরণ বাজিতপুরে নদীর মাছ নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ

রোহিতের অবদানে শেষ বেলায় এগিয়ে গেলো অস্ট্রেলিয়া

  • আপডেট টাইম : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ৯৯৩ বার

১৪ মাস পর টেস্ট ক্রিকেটে প্রত্যবর্তনটা দারুণ করেছেন রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২৬ রানে ফিরলেও দ্বিতীয় ইনিংসে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন। স্বপ্ন দেখছিল ভারতও। সিডনি টেস্টের চতুর্থ দিনের শেষ বেলায় অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে ফাইন লেগে ধরা পড়েন মিচেল স্টার্কের হাতে। রোহিতের বিলিয়ে দেয়া উইকেটে তৃতীয় টেস্টের লাগাম অস্ট্রেলিয়ার হাতে। শেষ দিনে ভারতকে করতে হবে ৩০৯ রান। অস্ট্রেলিয়ার প্রয়োজন ৮ উইকেট। আসলে সংখ্যাটা হবে ৭।

তৃতীয় দিন আহত হয়ে মাঠের বাইরে চলে যান উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্ত। দ্বিতীয় ইনিংসে তার ব্যাটহাতে নামার সম্ভাবনা ক্ষীণ। চোট আছে রবীন্দ্র জাদেজারও। আগের দিনের ২ উইকেটে ১০৩ রান নিয়ে ব্যাটিং শুরু করা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৩১২/৬ রানে। প্রথম ইনিংসে স্বাগতিকরা এগিয়ে ছিল ৯৪ রানে। ৪০৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২ উইকেটে ৯৮ রানে চতুর্থ দিন শেষ করেছে ভারত। চেতশ্বর পূজারা ৯ ও অজিঙ্কা রাহানে ৪ রান নিয়ে শেষ দিনের ব্যাটিং শুরু করবেন।

মার্নাস লাবুশেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পথেই ছিলেন। ৯১ রানে তাকে থামিয়েছেন অভিষিক্ত নবদিপ সাইনি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান স্টিভ স্মিথ রবিচন্দন অশ্বিনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ার আগে করেন ৮১ রান। দ্রুতই রান তোলায় মনযোগী অধিনায়ক টিম পেইন করেছেন ৩৯ রান। ক্যামেরন গ্রিন করেন ৮৪ রান। ২টি করে উইকেট নেন নবদিপ সাইনি ও অশ্বিন।

অস্ট্রেলিয়ার মাটিতে চতুর্থ ইনিংসে চারশ রান একবারই করেছে ভারত। ১৯৭৮ সালে অ্যাডিলেডে চতুর্থ ইনিংসে ৪৪৫ রান করেও হেরেছিল ভারত। ৪০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ করেন রোহিত শর্মা ও শুভমন গিল। দ্বিতীয় ইনিংসেও ভারতকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার। ৩১ রান করে জস হ্যাজলউডের শিকার হয়ে শুভমন ফিরলে ভাঙে ৭০ রানের জুটি। প্রথম ইনিংসেও ৭০ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন রোহিত-শুভমন। দারুণ ব্যাটিং করতে থাকা রোহিত ফিরেছেন চতুর্থ দিন শেষের ২২ বল আগে। একাদশ ফিফটি ছোঁয়ার কিছুক্ষণ পরই সাজঘরে ফেরেন রোহিত (৫২ রান)।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৩৮
ভারত ১ম ইনিংস: ২৪৪
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন শেষে ১০৩/২) ৮৭ ওভারে ৩১২/৬ ইনিংস ঘোষণা

(লাবুশেন ৭৩, স্মিথ ৮১, গ্রিন ৮৪, পেইন ৩৯*; সাইনি ২/৫৪, অশ্বিন ২/৯৫)।
ভারত ২য় ইনিংস: (লক্ষ্য ৪০৭) ৩৪ ওভারে ৯৮/২ (রোহিত ৫২, শুভমন ৩১, পূজারা ৯*, রাহানে ৪*; হ্যাজলউড ১/১১, কামিন্স ১/২৫)।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com