নিজস্ব প্রতিবেদক:
ঘটনা প্রসঙ্গে বিশেষ উল্লেখ্য যে গত ২৯ শে নভেম্বর ২০১৯ ইং অনলাইন পত্রিকা ইউকে ভিক্তি শেখ নিউজ ডটকমের কর্মরত পোর্টাল সাংবাদিক মোঃ আব্দুল কাদের ও ২ জন সহযোগী সমরনাথ, মনির হোসেনসহ ক্যামেরাম্যান এনায়েত হোসেন দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয় এবং চিকিৎসারত ক্যামেরাম্যান গত ১/১২/১৯ ইং মৃত্যুবরণ করেন। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে- শেখ নিউজ ডটকমের প্রতিনিধি লক্ষ্মীপুরে বিগত ১১ তম জাতীয় নির্বাচন কেন্দ্রিক বিরোধী দলীয় রাজনৈতিক নেতাকর্মী/ সদস্যদের কার্যকলাপ ও মতাদর্শের পরিশঙ্কান জরিপ প্রতিবেদন তৈরি কালীন সময়ে সরকারি উচ্চ মহলের ষড়যন্ত্রকৃত নির্দেশনায় ২৯ শে নভেম্বর সন্ধ্যায় এলাকায় সেন্ট্রাল হোটেলে কিছু রাজনৈতিক দুর্বৃত্তরা বর্বরচীত আক্রমণ চালিয়ে ৪ জনকে গুরুতর আহত করলে হোটেল কর্তৃপক্ষ তাদের দ্রুত সদর হাসপাতালে ভর্তি করেন। যদিও চিকিৎসাধীন ২৪ ঘন্টায় ৩ জন মোটামুটি সুস্থতা লাভ করে কিন্তু ক্যামেরাম্যান মস্তিষ্ক গুরুতর আঘাত ও রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন ১লা ডিসেম্বর রাতে মৃত্যুবরণ করে। এ বিষয়ে আইন সংস্থার সাথে যোগাযোগে জানা যায় যে- পুলিশ এখনো এ বিষয়ে কাউকে গ্রেপ্তার করতে পারে নাই তবে হোটেলে কর্মচারীদের বয়ানে জানা যায় যে-দুর্বৃত্তরা সবাই নিজেদের মুখমণ্ডল কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল বিধায় তাদের পরিচয় চিহ্নিত করা এখনো সম্ভব হয় নাই। থানা পুলিশ আরো ব্যক্তকরেন যে- এই হামলা ও হত্যা প্রসঙ্গে কোন ভিকটিম বা তাদের পক্ষে আত্মীয়-স্বজনরা এখনো থানায় অভিযোগ দায়ের করে নাই তবে পুলিশ পরিদর্শক এস.আই. ইকবাল মাসুদ লক্ষ্মীপুর সদর থানা রাষ্ট্র পক্ষ বাদীর দায়ভার গ্রহণ করে তা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেন। আইন সংস্থা এই বর্বরচীত হামলা ও হত্যাকাণ্ডের প্রতি বিশেষ গুরুত্বপাতসহ আসামিদের দ্রুত গ্রেফতার ও ন্যায় পড়ায়ণ তদন্তে নিয়োজিত আছেন বলে দাবি করেন। তবে এই সংবাদটি প্রচার হওয়া পর্যন্ত আইন সংস্থার কোন অপরাধীকে গ্রেফতার করতে পারেন নাই। এই বর্বরচীত হত্যাকাণ্ডের ঘটনার কঠোর প্রতিবাদে অদ্য ২রা ডিসেম্বর বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply