নিজস্ব প্রতিবেদক:
মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশর সংস্কৃতির উন্নয়ন ও শেখ হাসিনার উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নতুন কমিটি গঠন করলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।
সোমবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক সংসদ সদস্য নায়ক ফারুক এর ছেলে রওশন হোসেন পাঠান শরৎকে সভাপতি ও
মোঃ সাজ্জাদুল হক লিকু সিকদার কে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
এসময় বিভিন্ন নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সব সময় দেশের পক্ষে দেশের মানুষের পক্ষে কাজ করে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এজন্য জোটের নতুন সভাপতি প্রয়াত চিত্রনায়ক ও সংসদ সদস্য ফারুক হোসেন পাঠানের সন্তান শরৎ হোসেন পাঠানকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান।
সংগঠনটির কেন্দ্রীয় নেতা অনজন রহমান, চ্যানেল আই, উপদেষ্টা প্রেস উইং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতিত্বে ও আরিফ হোসেন, এটিএন বাংলা, উপদেষ্টা প্রেস উইং এর সঞ্চালনায়,পরিচিতি ও মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন দায়িত্ব প্রাপ্ত সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান সহ সভাপতি বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ সাজ্জাদুল হক লিকু সিকদার সহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা চিত্র নায়িকা দিলারা ইয়াসমিন, কার্যকরী সভাপতি এম এ মিলন মিয়া, সহ-সভাপতি জাহিদুল হক, মিডিয়া উয়িংয়ের প্রধান অনজন রহমান, সহ- সভাপতি ভিপি শামীম সহ আরো অনেকে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার হাত ধরে পূণরায় ক্ষমতায় আসার জন্য বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply