আমাদের সংবাদদাতা প্রেরীত সংবাদ :
মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়ন অন্তর্ভুক্ত মাইজপাড়া গ্রামের বাসিন্দা মোতালেব মিয়ার পূত্র ও ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মজিবকে গত ১৬ই এপ্রিল ২০২১ইং আনুমানিক সন্ধা ১৮.০০ঘটিকায় মাইজপাড়া বাজার শেষ প্রান্তে দূর্বৃত্তরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে প্রতিনিধি জানতে পারেন যে-উক্ত সন্ধায় ভিকটিম মজিব মিয়া রিক্সা যোগে বাজার থেকে বাড়ী ফেরার সময় ইউনিয়ন পরিষদ রাস্তায় পূর্বে থেকে দূর্বৃত্তরা ওতপেতে ছিল এবং নির্জন রাস্তায় একাপেয়ে তাহারা সম্মানয় কুপিয়ে গুরুতর আহত অবস্থায় পালিয়ে যায়। ভিকটিমের চিৎকারে পার্শ্ববর্তি গ্রামের লোকজন ও পথচারীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে রক্তাত্ত ও জ্ঞানহীন অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় কিন্তু তাহার শারীরিক অবনতি ঘটলে পরদিন ভোরে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকৎসারত রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় মজিব মৃত্যুবরন করেন। পুলিশের সাথে যোগাযোগে প্রতিনিধি জানতে পারেন যে-ভিকটিম মজিব মৃত্যুর পূর্বে আইন সংস্থা তাহার জবানবন্দি নেওয়ার চেষ্টা চালায় কিন্তু অর্ধচেতন অবস্থায় ভিকটিম কোন তথ্য দিয়ে যায়নি বিধায় ঘটনা স্থল থেকে উদ্ধারকারি লোকজন ও বাজারে তাহার বন্ধুদের বয়ানের উপর ভিত্তি করে লাশের সুরতেহাল পরিদর্শক প্রাথমিক তথ্য বিবরনী সম্পাদন করেন। অতপর ভিকটিম পরিবারের সাথে যোগাযোগে জানাযায় যে,এই হত্যার মূল রহস্য রাজনৈতীক ও সম্পত্তি সংক্রান্ত ক্রন্দলের কারনে অত্যন্ত সুপরিকল্পীত ভাবে প্রতিপক্ষ বিরোধী দলের সন্ত্রাসীরা মোঃ মজিবকে নির্মম ভাবে হত্যা করেছে। ভিকটিমের পিতা মোঃ মোতালেব মিয়া ক্রন্দনরত অবগত করেন যে তাহার নিরীহ পূত্র মোঃ মজিব মিয়া(৩৪) অত্যন্ত সৎ চরিত্রবান এবং পেশাগত ট্রান্সপোর্ট ভাড়ার ব্যবসায় নিয়োজীত ছিল এবং তাহার স্ত্রী সাজিদা আক্তার প্রথম বার অন্তস্বত্তা হওয়ার কারনে সপ্তহ যাবৎ নারায়নগঞ্জে পিত্রালয় অবস্থান করছিল। ভিকটিমের পিতাকে হত্যাকারীদের পরিচয়ের বিষয় জিজ্ঞাসাবাদে তিনি প্রত্যক্ষদর্শীদের বয়ানের উপর আস্তাবান হয়ে এলাকার ১১জন ব্যক্তিকে সন্দেহাতীত হত্যাকারী চিহ্নিত করেন এবং গতকাল ১৯শে এপ্রিল ২০২১ইং সকালে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় সন্দেহাতীত আসামীদের তালিকায় হুকুমের আসামী ১। শামিম মোল্লা, পিং-ইউনুস মোল্লা, ২। শাহীন মোল্লা, পিং-ঐ (সহধর ভাই) সাং-সেলামভি, ৩। আছলাম ফকির, পিং-মুছাফকির, সাং-ঐ ৪। মোঃশওকত, পিং-হাজীকালাম, সাং-ঐ, ৫ লতিফ শেখ, পিং-নজরুল শেখ,সাং-মাইজপাড়া, ৬। দ্বীন-ইসলাম, পিং-মোঃ সারোয়ার, সাং-ঐ, ৭। মোঃ কাউসার, পিং-মো:হাসান, সাং-এ ৮। সাগর সিকদার, পিং-ওসমান সিকদার, সাং-শ্যামসিদ্ধি ৯। আল আমিন, পিং-জাকির হোসেন,সাং-ঐ ১০।শফিক মোল্লা, পিং-তাহের মোল্লা, সাং-ঐ, ১১। আব্দুল হান্নান, পিং-আবুল বাছের,সাং-ঐ, সকলে শ্রীনগর থানা নিয়ন্ত্রনাধীন স্থায়ি বাসিন্দা। এই মামলা রুজু হওয়ারপর পুলিশ ফোর্স বিভিন্ন স্থান থেকে ৪জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং রিক্সাওয়ালা ও বাকিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে। এই হত্যার প্রসঙ্গে আসামীদের পরিবার ও এলাকাবাসিদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে-মামলার বাদী প্রকৃত হত্যাকারিদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা না নিয়ে উল্টা অপরাধীদের ষড়যন্ত্রে ও মিথ্যা স্বাক্ষীর উপর ভিত্তি করে নিরিহদের বিরুদ্ধে চক্রান্ত মুলক মামলা দায়ের করে বর্বরোচিত নির্যাতন চালিয়ে আসছে।
Leave a Reply