নরসিংদী সদর হাসপাতাল থেকে আমাদের সংবাদ দাতা আসাদুজ্জামান
গতকাল ২৪শে ডিসেম্বর ২০২২ইং শনিবার সন্ধ্যা আনুমানিক ১৭.০০ ঘটিকায় নরসিংদী উপজেলা আমদিয়া ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রনাধীন গ্রাম চানঁগাওয়ের স্থায়ী বাসিন্দা মৃত ডাঃ শ্রী নিতাই চন্দ্র সরকারে জৈষ্ঠ পুত্র নিরাপত্তা জনিত কারনে প্রবাসে আত্নগোপনরত শ্রী সুমন সরকারের ১০/১১ মাসের শিশু পূত্র মাষ্টার অর্নব সরকার আয়ন সন্ত্রাসীদের বর্বোরচিত হামলায় পদদলীত হয়ে ঘটনা স্থলে নির্মম মৃত্যু বরন করেছে। প্রতিনিধি এই বর্বোরচিত হামলা ও শিশুর করুন মৃত্যুর কারন জানতে হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মা গুরুতর আহত বৃষ্টি সরকারকে জিজ্ঞাসা করলে তিনি মানুষিক ডিপ্রেশনের কারনে কোন জবাব না দিয়ে পুনরায় জ্ঞান হাড়িয়ে ফেলেন। ফলে উপস্থিত কিছু আহত সংখ্যলঘু প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে তাহারা অত্যন্ত ভীতগ্ৰস্ত কণ্ঠে নাম পরিচয় গোপন করে অবগত করেন যে-এলাকার ক্ষমতাশীন দলীয় ভূমিদস্যু কুচক্র মহল নিরিহ শ্রী সুমন সরকার ও সংখ্যা লঘুদের সকল সম্পত্তি জোরভোগ দখলের উদ্দেশ্যে দীর্ঘদিন বিভিন্ন ভাবে বর্বোরচিত নির্যাতন চালিয়ে এলাকা থেকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত আছে।এমনকি সুমনের পরিবার জীবনের নিরাপত্তার জন্য দীর্ঘদিন আত্মগোপনে থাকারপর মানবাধীকার সংস্থার হস্থক্ষেপে পুনরায় গৃহে প্রবেশ করার পর প্রতিপক্ষ প্রভাবশালী চক্ররা গত সন্ধায় দলবল নিয়ে তাহাদের উপর বর্বোরচিত আক্রমন চালায়। ফলে আত্নরক্ষার্থে পরিবারবর্গ দৌড়ে পালানোর সময় অন্ধকারে সুমনের স্ত্রী বৃষ্টি সরকার শিশু সন্তান অর্নবকে কোলে নিয়ে রাস্তার ওপার যাওয়ার সময় সন্ত্রাসীদের নিক্ষেপীত ইট পাথরের আঘাতে শিশুসহ রাস্তায় লুটিয়ে পড়লে অন্ধকারে তাহাদের উপরদিয়ে লোকজন দৌড়ে পালানোর সময় শিশুটি পদদলীত গুরুতর আহত হয়ে মৃত্যু বরন করে। এই মৃত্যুর বিষয় কর্তব্যরত ডাক্তার ময়না তদন্ত অনুসারে নিশ্চিত করেন যে-শিশুটি মায়ের কোল থেকে পাকা রাস্তায় পড়ে মাথায় গুরুতর আঘাৎ প্রাপ্ত ও পদদলীত হওয়ার ফলে মৃত্যু বরন করেছে। আরো জানাযায় যে-হাসপাতাল কর্তৃপক্ষ আইন সংস্থাকে এই শিশুর নির্মম মৃত্যু ও নির্যাতনের বিষয় অবগত করলে অদ্য সকালে পুলিশ পরিদর্শক বিস্তারীত তথ্যসহ ময়না তদন্তের কপি গ্রহন করেছেন কিন্তু এখনো কাহারো বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন কিনা জানাযায় নাই। উপরন্ত গুরুতর আহত ভিকটিম পরিবারসহ ২জন আহত প্রতিবেশীরা অপরাধীদের নাম পরিচয়ের বিষয় কোন তথ্য দিতে অত্যন্ত ভীতগ্রস্থ্য হয়ে অবগত করেন যে-আইন প্রশাসন ভালো ভাবে জানেন যে, কে বা কাহারা এই বর্বোরতার সাথে জড়িত।তাহারা আরো নিশ্চিত দাবী করেন যে-সুমনের পিতা ডাঃ নিতাই চন্দ্র সরকার ও বোন কুমারী মৌসুমির এবং প্রতিবেশী বিরেন্দ্র দাস,সুবল দাস ও স্ত্রী রত্না রানীর হত্যা কারিরাই এই অপরাধের সাথে জড়িত। ফলে তাহাদের রাজনৈতীক প্রভাবে আইন প্রশাসন অনৈতীক গতীতে নিয়ন্ত্রীত হচ্ছে বিধায় সংখ্যা লঘুরা বরাবর নির্মম নির্যাতীত হয়ে আসছে এবং তাহারা নিজেদের নিরাপত্তার বিষয় অত্যন্ত দূঃচিন্তা গ্রস্থ্য ।এই সংবাদ প্রচার হওয়া পূর্ব-পর্যন্ত থানা পুলিশের সাথে ফোনে যোগাযোগে জানাযায় যে-রাষ্ট্র বাদী হয়ে নরসিংদী সদর থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে কিন্তু ভিকটিমদের পক্ষ থেকে কোন সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়া পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষ সন্দেহাতী কাউকে গ্রেফতার বা আইনি কার্যক্রম চালানো সম্ভব হবে না।
২৫/১২/২২ সময় ২৩ঃ৩০
Leave a Reply