আমাদের সংবাদ প্রতিনিধি-
ময়মনসিংহ গফরগাঁও উপজেলায় সালটিয়া ইউ/পি রৌহা গ্রামের বাসিন্দা মরহুম মান্না বেপারীর ২পূত্র সাদ্দাম (৩৫) ও আবু রায়হান (২৭)গন ছোট চাচা মতিন বেপারীর জীবননাশের হামলা ও ষড়যন্ত্র মামলায় শিকার হয়ে দীর্ঘদিন যাবৎ দেশান্তর আছে। প্রতিনিধি গ্রামবাসিদের জিজ্ঞাসা বাদে জানতে পারেন যে পৈতৃক সম্পত্তির ভাগ-বাটোয়ারা কেন্দ্রীক দীর্ঘ জটিলতার কারনে ২টি পরিবারে ক্রন্দল চলমান। এই জটিলতার উৎপত্তি কারন এলাকায় রাস্তাঘাট উন্নয়ন ও ব্যবসা বানিজ্যের প্রসার লাভের ফলে জমি জমার মূল্য অকল্পনিয় বৃদ্ধির পায়। কিন্তু বিগত ৮/১০ বৎসর পূর্বে ২ভাই মান্না ও মতিনের মধ্যে পৈতৃক সম্পত্তির সম-বণ্টনের পর বর্তমানে অংশিদার মান্না বেপরীর সম্পত্তি রাস্তা সংলগ্ন হওয়াতে জমির মূল্য অকল্পনীয় বৃদ্ধির কারনে ছোট ভাই মতিন বেপারী লোভ লালোসার বশভূত হয়ে পুনরায় সম্পত্তি বণ্টন ও বড় ভাইর অংশ জোর দখলের চাপ সৃষ্টি করছে। উপরন্ত এলাকায় কিছু অসৎ ও প্রভাবশালী মহলের চক্রান্ত মূলক উস্কানিতে মতিন বেপারী বেপারোয়া হয়ে সম্পত্তির ওয়ারিশান ভাইর ২পুত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তহয়ে বিভিন্ন ভাবে নির্যাতন ও সাজানো মামলায় জড়িয়ে এলাকা থেকে বহিষ্কার করে। এমনকি বড় ভাইর স্ত্রী ও ২পূত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে ভাড়াটিয়া খুনিদের দ্বারা সর্বত্র সন্ধান চালিয়ে আসছে বিধায় ভাইর বিধবা স্ত্রী হাজেরা খাতুন মেয়ের বাড়ীতে আত্মগোপনে আছেন। এই নির্মম ঘটনার বিষয় প্রতিনিধি আইন আদালতে অনুসন্ধানে জানতে পারেন যে-সাদ্দাম ও রায়হান সহধর ভাইরা নিষিদ্ধ জামায়েত শিবির ইসলামিক আন্দোলনে জড়িত। ফলে তাহারা গুরুতর অপরাধী হিসাবে আদালত কর্তৃক কঠোর সাজায় ঘোষীত ফেরারী আসামী চিহ্নিত হয়ে দীর্ঘদিন পলাতক আছে। তাহাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা নিয়ে আইন সংস্থা সর্বত্র সন্ধানরত কিন্তু প্রতিনিধি আসামীদের প্রতিবেশীদের জিজ্ঞাসা বাদে নিশ্চিত হয় যে-মতিন বেপারীর ষড়যন্ত্রে শিকার হয়ে তাহারা ২ভাই মিথ্যা মামলায় জড়িয়ে পলাতক জীবন যাপন করছে।
Leave a Reply