রাজিয়া সুলতানা-
নােয়াখালী সােনাইমুড়ী থানা নিয়ন্ত্রনাধীন মহিতখােলা গ্রামের বাসিন্দা ও যুবলীগ নেতা মােঃ মানিক মিয়া(৩৮),পিং-তাজুল মিয়াকে গত ১০/০৭/১৬ইং তারিখ রাতে প্রতিপক্ষ বিএনপি যুবদল নেতাকর্মীরা নির্মমভাবে কুপিয়ে হত্যার অভিযােগ জানা যায়। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই মমিনুর রহমান এজাহার ভুক্ত আমিরাবাদ এলাকার প্রভাবশালী যুবদল নেতাকর্মী হাতেমসহ মােট ৮জন আসামীকে ফৌঃ দন্ডবিধি ১০৯/১২০(খ)/৩০২/৩৪ ধারায় অভিযুক্ত মানিয়া গত ১২/০২/১৭ইং বিজ্ঞ আদালতে অভিযােগ পত্রটি দাখিল করেন।
ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য-ভিকটিম মানিক উক্ত রাতে আমিরাবাদ তাহার অসুস্থ্য চাচিকে দেখে বাড়ী ফেরার পথে যুবদল নেতাকর্মী হাতেম বাহিনী তাহাকে দেখতে পায় এবং রাস্তা পার্শবর্তি কলাবাগানে অন্ধকারে নির্জন এলাকায় ধারালাে অস্ত্র দ্বারা কোপাতে থাকলে তাহার চিৎকারে পার্শবর্তী লােকজন ছুটে আসার পূবেই হত্যাকারীরা পালানাের সময় প্রত্যক্ষদর্শীরা হাতেমসহ ৪/৫জনকে চিনতে পারে। ফলে এলাকাবাসী হাতেমকে দ্রুত থানা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য হাজির করলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘােষনা করেন এবং ভিকটিমের চাচা মােঃ জাহাঙ্গির বাদী হয়ে পরদিন সােনাইমুড়ী থানায় হাতেমকে মূখ্য আসামী চিহ্নিত করে মােট ৮জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেন।
বাদীর এজাহার মােতাবেক তদন্ত কর্মকর্তা অভিযােগে বর্ননা করেন যে-মূখ্য আসামী হাতেমের সাথে মােঃ মানিক মিয়ার দীর্ঘদিন রাজনৈতীক ও বিভিন্ন বিষয় শত্রুতা চলমান ছিল বিধায় প্রতিশােধ পরায়ণ হাতেম ও সঙ্গি সাথীরা উক্ত সন্ধায় তাহাকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে। এই মামলায় ৮জন অভিযুক্ত আসামীরা ১। মিঃহাতেম(৩২),পিং-দীনমােহাম্মদ,সাং-আমিরাবাদ(পলাতক), ২। মােকবুল পাঠান (৩৫)পিং-গফুর পাঠান, সাং-নাউড়ী(হাজতী)৩। মােঃইয়াছিন(২৭),পিং-মােঃসােলেমান,সাং-আমিরাবাদ(হাজতী),৪।ফুয়াদহােসেন। (২৮),পিং-মনির হােসেন, সাং-মহিত খােলা(জামিনে),৫।মামুন মিয়া (৩০),পিং-মালেক মিয়া,সাং-মহিত খােলা(জামিনে),৬।রাশেদ চৌধুরী(৩৫),পিং-হাফিজ চৌধুরী,সাং-আমিরাবাদ (পলাতক) ৭। জহির ভুঞা (২৭),পিং-দাদন ভুঞা ,সাং-নাউড়ী(পলাতক),৮।মােস্তফা (৪৫)পিং-মৃত আব্দুল হালিম,সাং-নাউড়ী(হাজতী) সংবাদ প্রতিনিধি এই হত্যার বিষয় আসামীদের পরিবার ও এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে, প্রকৃত অপরাধীরা একই দলের সদস্য ও ধরা ছােয়ার বাহিরে এবং রাজনৈতীক প্রতিহিংসার কারণে সরকারী ষড়যন্ত্রে তাহাদের এই হত্যাকান্ডে জড়িত করা হয়েছে। বর্তমানে মামলাটি মূখ্য জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নােয়াখালীতে চলমান আছে এবং পলাতকদের গ্রেফতারী তৎপড়তা চলমান।
Leave a Reply