আমাদের প্রতিনিধির সংবাদঃ ফেনী জেলার সােনাগাজী উপজেলা পৌরসভার মেয়রকে হত্যার উদ্দেশ্যে গত ৮ই এপ্রিল ২০২১ইং সন্ধায় মেয়র কার্যালয়ে কিছুদূরে তাহার প্রতিপক্ষ বিদ্রোহী গ্রুপের সমর্থকরা গাড়ীর উপর হামলা চালায়। উল্লেখ্য যে-এলাকায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে হামলাকারিরা সকলে মুখমন্ডল কাপড় দিয়ে ঢাকা ছিল ও ৪/৫টি মােটর বাইকে আনুমানিক ১৩/১৪জন দূর্বৃত্তরা বিভিন্ন দেশী হাতিয়ার দ্বারা আক্রমন চালায়। ফলে মেয়র জনাব রফিকুল ইসলাম খােকন সন্ধাকালিন নগর পরিদর্শনের উদ্দেশ্যে গাড়ীতে উঠার পূর্বে থেকে দূর্বৃত্তরা মােটর বাইকে আশে পাশে টহলরত ছিল এবং মেয়র গাড়ীতে উঠার সাথে সাথে দূর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে গাড়ীবহড়ে হামলা ও ভাঙ্গচুর করার সময় মেয়র সাহেব ২জন নিরাপত্তা গার্ডের সাহায্যে কোন ভাবে আহত অবস্থায় দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এমতাবস্থায় ঘটনাটি এলাকায় দ্রুত প্রচারিত ও উত্তেজনার সৃষ্টি হলে আইন সংস্থা মেয়রের নিরাপত্তা প্রদানসহ দুর্বৃত্তদের গ্রেফতারে প্রক্রিয়ায় নিয়ােজীত হয় ।এই বর্বরচীত হামলার বিষয় প্রাথমিক ভাবে প্রতিপক্ষ উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও বিদ্রোহী রুহুল আমিনের ২ ভাগিনাকে মূখ্য অপরাধী চিহ্নিত যথা- ১। মােঃ করিমুল হক, ২। মােঃ সাইদুল হকসহ ৩।মােঃ নােবেল, ৪।ইউসুফ আহমেদ, ৫।ইয়াছিন পাটোয়ার, ৬।সাগর শাহা,৭।সায়েম উদ্দিন,৮ মােঃ সৈকত মিয়া ,৯ নাজিন খান,১০ মােঃ তানবিরসহ অজ্ঞাত ৫/৬জন জড়িত বলে ভিকটিম মেয়র সাহেব দাবী করেন। অতপর মামলার বাদী রাষ্ট্র পক্ষে সােনাগাজী থানা এই হত্যার চেষ্টা অপরাধের দায়ভার গ্রহন করিয়া সেই রাতে উক্ত ১০জনের বিরুদ্ধে থানায় মামলাটি রুজু করেন এবং বিভিন্ন সময় ও স্থান থেকে ৫জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানায় যােগাযােগে এই হামলার প্রকৃত কারন হিসাবে জানাযায় যে, মেয়র মহাদয় এলাকার শান্তি শৃঙ্খলা ও শহরের সার্বিক চিত্র সুনিয়ন্ত্রীত রাখার লক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালালে প্রতিপক্ষ বেআইনি ভােগদখল কারিরা ক্ষিপ্তও প্রতিশােধ পরায়ন হয়ে সুপরিকল্পীত হত্যার চেষ্টা চালায়। আসামীদের পরিবার বর্গকে এই অভিযােগের বিষয় জিজ্ঞাসাবাদে তাহারা কঠোর প্রতিবাদ জানায় এবং বিএনপি জামায়েতর উপর দোষ চাপিয়ে মেয়রের বিরুদ্ধে ধিক্কারসহ সম্পূর্ন ষড়যন্ত্র মুলক অভিযােগ হিসাবে দাবী করেন। বর্তমানে মামলাটি পি.বি.আই এর তদন্তনাধীন চলমান আছে।
Leave a Reply