আমাদের সংবাদ দাতা মানিকগঞ্জ সিংগাইল উপজেলা থেকে অবগত করেন যে-গত ২৭শে নভেম্বর ২০২২ইং রবিবার সন্ধা আনুমানিক ৬.০০ ঘটিকায় সিংগাইর কলেজের ছাত্রলীগ সভাপতি মীরু ২ বন্ধুর সাথে সিংগাইর কলেজ থেকে বাড়ী ফেরার পথে নিরিবিলি স্থানে দূর্বৃত্তদের আক্রমনের শিকার হয়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে ১। মীরু সরকার (২০), পিং-মৃত রশিদ সরকার, অনার্স রাষ্ট্র বিজ্ঞান শাখা ২বর্ষের ছাত্র ও সহপাঠি ২। মোঃ রাইসুল (২০), পিং-শরিফুল হক, ৩। ইশাক আহমেদ (২০)পিং- রুহুল আমিনগন গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়ে। ভিকটিমদের আত্মনাদে পথচারিরা অন্ধকারে ছুটে আসলে ৫/৬জন মাক্স পরিহিত দূর্বৃত্তরা মোটর বাইকে দ্রুত পালিয়ে যায় এবং পথচারীরা তাহাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে চিকিৎসাধীন কিছুক্ষনের মধ্যে মীরু সরকার মৃত্যু বরন করে এবং বাকি ২জন মুমূর্ষ অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন আছে। এই হত্যার কারন জানতে প্রতিনিধি স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত পথচারী এবং ভিকটিম পরিবার সদস্যদের জিজ্ঞাসা করলে তাহারাও কোন সঠিক উত্তর দিতে পারে নাই। যাহারপর উপস্থিত পুলিশ পরিদর্শককে জিজ্ঞাসা করলে তিনি প্রাথমিক ভাবে ছাত্র রাজনৈতীক প্রতিহিংসার বিষয় সন্দেহ পোষণ করেন। তবে সঠিক কোন মন্তব্য করতে নারাজ। যাহারপর উপস্থিত কলেজের ৪জন ছাত্রকে জিজ্ঞাসা করলে প্রথমিক ভাবে রাজনৈতীক দলীয় অভ্যন্তরিন ক্রন্দল হিসাবে জানা যায়। কিন্তু সেই রাতে স্বাস্থ্য কেন্দ্রে এলাকার কিছু প্রভাবশালী নেতাদের উপস্থিতি ও ভিকটিম পরিবারের মধ্যে গোপন আলোচনারপর নিশ্চিত করে যে-সম্পত্তি সংক্রান্ত শত্রুতার কারনে দুর্বৃত্তরা মীরুকে হত্যা করেছে। ফলে সন্দেহাতীত এলাকার বাসিন্দা সুপরিচিত রেষ্টুরেন্ট ব্যবসায়ি ও বিএনপির নেতা ১। মিঃ নজর (৪৩), পিং-ইমান আলীকে হুকুমের আসামী ও পুত্র ২। ইয়াসিন (২৩) কে সহ যুবদলের সদস্য ৩। সোহেল উদ্দিন (২৬), পিং-ফকরুল মিয়া, ৪ ।মোঃ আসলাম (৩০) পিং-মোঃসালা উদ্দিন, ৫। রুবেল হাসান (২৫), পিং-মুক্তার মিয়াগনের বিরুদ্ধে সিংগাইর থানায় হত্যার অভিযোগ দায়ের করেছেন। এ বিষয় থানায় যোগাযোগে জানা যায় যে মামলাটি রুজু হয়েছে এবং আসামিদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে এবং ডিউটি অফিসার নিশ্চিত করেন যে-খুব শিঘ্রই এই হত্যার মূল রহস্য উৎঘাটন ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় উপযুক্ত স্বাক্তি প্রদানে সক্ষম হবেন।
Leave a Reply