আমাদের প্রতিনিধি
চট্টগ্রাম সদর কতােয়ালী থানা নিয়ন্ত্রনাধীন জিইসির মাের এলাকায় ঢাকা ব্যাংকের ক্যাশিয়ার মােঃ ইউসুফ(৩৭)কে সিভিল পােষাক ধারী ডিবি পুলিশ সদস্য পরিচয় দিয়ে গত ২০শে ডিসেম্বর ২০১৯ইং সন্ধা আনুমানিক ১৮.১৫ ঘটিকায় জিইসি মাের রাস্তার উপর থেকে গ্রেফতার করেন।এই বিষয়টি সেই সন্ধায় এলাকায় ভ্রাম্যমান ব্যবসায়িদের মধ্যে চরম ভয়ভীতিকর উত্তেজনা ও সন্দেহের সৃষ্টি ঘটালে তাহারা দ্রুত পার্শ্ববতি পুলিশ বক্সে বিষয়টি অবগত করেন। কিন্তু কর্তব্যরত পুলিশ ঘটনাটি জানার পর কোন অভিযােগ গ্রহন বা সত্যতা যাচাইয়ের পদক্ষেপ না নিয়ে উল্টা যার যার কাজে নিয়ােজীত হওয়ার আদেশ করেন।যাহারপর আমাদের প্রতিনিধি বিশ্বস্থ সূত্রে সংবাদ জানার সাথে সাথে ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রত্যক্ষদর্শী হকার্সদের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতার বিষয় নিশ্চিত করেন। এই ভাবে একজন ব্যাংকের কর্মচারীকে আইন সংস্থার লােকজন হঠাৎ রাস্তা থেকে গ্রেফতারের বিষয়টি এলাকায় চরম চাঞ্চলের সৃষ্টি ঘটায় এবং ব্যাংক কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করা হলে তাহারা কর্মচারীর পরিবারকে তাৎক্ষণিক অবহিত করেন। প্রতিনিধি আইন সংস্থার কার্যকলাপের বিষয় সেইরাতে উচ্চ মহলে যােগাযােগে তেমন কোন সঠিক তথ্য জানতে পারেন নাই কিন্তু তাহার পরিবার বর্গকে জিজ্ঞাসাবাদে জানাযায় যে-মােঃ ইউসুফ পরিবার বিএনপি রাজনীতির সাথে জড়িত এবং সামনে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে প্রায় বিভিন্ন নাম্বার থেকে মােবাইলে হুমকি ধামকি দেওয়া হত। পারিবারীক ভাবে ইউসুফের সন্ধান জানার তৎপড়তা বহাল আছে এবং তাহার স্ত্রী এইরুপ গ্রেফতার বা অপহরনের বিরুদ্ধে কতােয়ালী থানায় সেই রাতে সাধারন ডায়েড়ী রুজু করেছেন।উপরন্ত কোন এক প্রভাব শালী রাজনৈতীক মহল বিষয়টি বিএনপির সাজানাে অপহরন নাটক চিহ্নিতকরে সরকার পরিপন্থী বিরােধী রাজনৈতীক দলীয় ষড়যন্ত্র হিসাবে অপপ্রচার করছেন। কিন্তু আজ অব্দি শেষ সংবাদ জানা পর্যন্ত মােঃ ইউসুফের গ্রেফতার বা গুমের বিষয় আইন প্রশাসন কোন ভাবে নিশ্চিত করতে পারেন নাই।
Leave a Reply