আমাদের সংবাদ প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা বজরা ইউনিয়ন পরিষদ নিয়ন্ত্রনাধীন চানগাও গ্রামের বাসিন্দা মরহুম সিদ্দিক উল্লার ৪র্থ সন্তান সিজফুল হোসেন(৩৮)কে গতকাল শুক্রবার ৩রা মার্চ ২০২৩ইং সন্ধায় দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে চাপাটি দিয়ে নির্মম কুপিয়ে মাথার খুলি উড়িয়ে দেয় এবং বর্তমানে মূমুর্ষ অবস্থায় নোয়াখালী সদর জেনারেল হসপাতালে চিকিৎসারত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই বর্বরোচিত ঘটনা প্রসঙ্গে বজরা বাস- ষ্টেন্ড প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে-ভিকটিম সন্ধা আনুমানিক ৭.০০ঘটিকায় টেম্পু থেকে নেমে চট্টগ্রাম গামী বাস-ষ্টেন্ড মূখী অগ্রসর হওয়ার সময় ২টি মোটর বাইকে ৪/৫জন মাক্স পরিহিত যুবক তাহাকে ঘিরে ধরে।দূর্বৃত্তদের সাথে উত্তেজক বাকবিতণ্ডর একপর্যায় ২/৩জন অস্ত্রধারীরা রামদা ও চাপাটি দিয়ে এলোপাথারী আঘাৎ করতে থাকলে তিনি আত্নরক্ষার্থে চিৎকার দিয়ে পালানোর চেষ্টা চালায়। কিন্তু হামলাকারির চাপাটির আঘাতে মাথা,হাতে গুরুতর জখম ও জ্ঞানহীন অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়লে আসে-পাশে বিভিন্ন পেশার লোকজন তাহাকে রক্ষা করতে সেখানে জড়ো হওয়ার পূর্বে দূর্বৃত্তরা মটোর বাইকে দ্রুত পালিয়ে যায়। এই ঘটনা চলাকালিন বাস ষ্টেন্ডে পান সিগারেট বিক্রেতা রাজন মিয়া ২ জন সন্ত্রাসীর পরিচয় চিহ্নিত করতে সক্ষম হয় এবং উপস্থিত লোকজনের সহযোগীতায় আহতকে তাৎক্ষনিক বজরা স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত করলে ডিউটি ডক্টর ভিকটিমের অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাৎক্ষনিক সদর হাসপাতালে প্রেরন করেন। এই ঘটনার উৎপত্তির বিষয় ভিকটিমের আত্মিয়দের সাথে যোগাযোগে জানাযায় যে-ভিকটিমের পিতা সিদ্দিক উল্লাহ গত ২রা মার্চ ২০২৩ইং ভোর রাতে ব্রেইন স্ট্রোকে মৃত্যু হলে ভিকটিম সজফুল কর্মস্থল চট্টগ্রাম থেকে দুপুরে পৃত্যালয় এসে সেই বিকালে দাফনকাফন সমাপন করে। আত্মিয়রা এই মৃত্যু প্রসঙ্গে সন্দেহাতীত বিশেষ কিছু তথ্য জানায় যে-সিদ্দিক উল্লাহ ও সন্তানরা বিএনপি রাজনীতিতে স্বক্রিয়, ফলে প্রতিপক্ষ ক্ষমতাশীন দলের স্থানীয় নেতাকর্মিরা আগের রাতে সিদ্দিক উল্লাহকে ভয়ভীতিকর হুমকি ধামকি দিয়েছিল বিধায় মৃত্যুর মূখ্য কারন হিসাবে ধারনা করছে। অত:পর এই বিষয়টি কেন্দ্রকরে উক্ত বিকালে সিদ্দিক উল্লাহর জানাযা ও দাফন সম্পাদনের সময় ক্ষমতাশীন স্থানীয় নেতাকর্মিরা কবরস্থানে মৃত্যের আত্মিয়দের সাথে অশোভনীয় আচরন করলে উভয়ের মধ্যে চরম উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। এলাকাবাসির হস্তক্ষেপে বিষয়টি যদিও তাৎক্ষনিক নিয়ন্ত্রন করা হয়েছিল কিন্তু প্রতিপক্ষ প্রভাবশালীরা প্রতিশোধ নেওয়ার ষড়যন্ত্রে লিপ্তহয়ে গত সন্ধায় নিরিহ সিজফুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে আক্রমন ও গুরুতর আহত করেছে। এই ঘটনার বিষয় প্রতিনিধি সোনাইমুড়ি থানায় যোগাযোগ করলে কর্তব্যরত পুলিশ অফিসার এই বিষয় কোন তথ্য এখনো জানেন না এবং তিনি সুস্পষ্ট ব্যক্ত করে যে-এলাকায় রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্তহয়ে প্রতিনিয়ত এইরুপ ঘটনার অবতীর্ণ হচ্ছে। তবে ভিকটিম পরিবার যদি থানায় অভিযোগ দায়ের করেন তাহলে বিষয়টি আইনি পর্যায় গুরুত্বসহ প্রতিকার ব্যবস্থা নেওয়া হবে। এই সংবাদটি প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত থানায় কেউ-কোন অভিযোগ/মামলা দায়ের করেন নাই ।
Leave a Reply