আমাদের সংবাদদাতাঃ-
ফেনী সোনাগাজী উপজেলায় গতকাল ১০ই এপ্রিল ২০২১ইং সন্ধায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ক্ষমতার আধিপত্ত বিস্তার কেন্দ্রীক ভয়াবহ সংঘর্ষে ও দাঙ্গায় একজন ছাত্রলীগ কর্মি কামরুল ইসলাম রকি(৩০) পিতা-মো:নুর নবী,সাং-সুলাখালী,উপজেলা সোনাগাজীবাসী হাসপাতালে চিকিৎসাধীন সেই রাতে মৃত্যু বরন করে। এই সংঘর্ষ ও হত্যার রহস্য উৎঘাটনের লক্ষে সংবাদ প্রতিনিধি ঘটনা স্থলে লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-ছাত্রলীগের ২গ্রুপের মধ্যে হাজারী গ্রুপ সমর্থীত ছাত্ররা রাজনৈতীক প্রভাব বিস্তার ও মাদক ব্যবসাসহ বিভিন্ন গুরুতর অপরাধ জড়িয়ে ত্রাসের রাজ্য কায়েম করেছে। পক্ষান্তরে আওয়ামী বিদ্রোহী স্বতন্ত্র দলীয় নেতা প্রাক্তন এমপি রহিম উল্লাহ সমর্থীত ছাত্রলীগের সদস্যরা তাহাদের বিরুদ্ধে সচ্চার ও প্রতিবাদ করাতে উভয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও দাঙ্গাফসাদ সংঘঠিত হয়। উভয়পক্ষ বিভিন্ন ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে একে- অপরকে হামলা চালালে ঘটনা স্থলে দু’পক্ষের ১৫/১৬জন গুরুতর আহত হয় এবং পুলিশ ফোর্স উপস্থিত হওয়ার পূর্বে এলাকাবাসি আহতদের নিকটবর্তি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করে। কিন্তু দূঃখজনক মাথায় গুরুতর আঘাৎ ও অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে আনুমানিক রাত ৮.১৫ ঘটিকায় আহত রকি মৃত্যু বরন করে।এই ঘটনাকে কেন্দ্রকরে রাতে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ ফোর্স জরুরী অবস্থা ঘোষীত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় এবং সারারাত অভিযান চালিয়ে ৬জন আসামীকে গ্রেফতার করেন। প্রতিনিধি থানায় যোগাযোগে জানতে পারেন যে, মৃত ও আহত ভিকটিম পরিবারের তথ্য মোতাবেক প্রাথমিকভাবে ১৬জনকে অপরাধী চিহ্নিত করে মৃত রকির মামা পুলিশের উপস্থিতিতে থানায় এফ.আই.আর.দায়ের করেন। যাহাদের মধ্যে গ্রেফতারকৃত ৬জন ১। শহিদুল্লাহ সাহেদ, পিং- আহছান উল্লাহ,২।সাইফুল ইসলাম,পিং-মাহমুদ উল্লাহ, ৩।মোতালেব রাকিব, পিং-বেলাল হোসেন, ৪। মোঃ ইয়াছিন, পিং-হাজী কমল উদ্দিন, ৫। রহমত উল্লাহ, পিং-হাজী মোঃ ইউসুফ, ৬।আব্দুল আজিজ বাপ্পি,পিং-মৃত আমিন উল্লাহ। পলাতক আসামীদের মধ্যে ৭। সাফায়েত হোসেন,পিং-আব্দুল হাকিম, ৮।মঈন উদ্দিন, পিং-জয়নাল বেপারী, ৯।মোঃ রাশেদ, পিং- আছন উল্লাহ, ১০। সুফিয়ান মিয়া,পিং-মৃত আজাদ মিয়া, ১১।বিপ্লব শাহা, পিং-শ্রী বিরেন্দ্র শাহা ১২। সাইফ উদ্দিন পিং-শাহাবুদ্দিন, ১৩। আমিনুল হক শাহিন,পিং-আবুল কালাম, ১৪। বাবুল সরদার,পিং-কামাল সরদার, ১৫। শাখাওয়াত হোসেন, পিং- জয়নাল আবেদিন,১৬। ইব্রাহিম খান,পিং-মুসাফির খানগং সোনাগাজী থানা নিয়ন্ত্রনাধীন বাসিন্দাদের গ্রেফতার পক্রিয়া চলমান আছে। এই নির্মম হত্যার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করলে অনেকে হাজারী গ্রুপের ভয়ভীতির কারনে কোন মন্তব্য করতে মোটেও রাজি নয় এবং হাসপাতালে চিকিৎসারত ভিকটিমদের জিজ্ঞাসবাদে জানাযায় যে- প্রতিপক্ষ আসামীরা প্রাক্তন এমপি রহিম উল্লাহর দলীয় ক্ষমতা প্রবাহমান রাখার লক্ষে পরিকল্পীত হামলা ও হত্যাযজ্ঞ সংঘঠিত করেছে। সোনাগাজী থানার ও/সি ও সুরতেহাল পরিদর্শকে জিজ্ঞাসাবাদে অবগত করেন -থানায় অদ্য মামলা রুজু হয়েছে এবং ৬জন আসামী তাহাদের নিয়ন্ত্রনে বন্দি আছে বিধায় দ্রুত অনুন্ধানে ঘটনার মূল রহস্য উৎঘাটন করা সম্ভব এবং প্রকৃত অপরাধীকে গ্রেফতার ও আইনের আওতায় ব্যবস্থা গ্রহন করার নিশ্চিয়তা প্রদান করেন।
Leave a Reply