ময়মনসিংহ থেকে আইনাল
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌরসভার 4 নং ওয়ার্ডের হাইয়ুনের ভাসার ভাড়াটিয়া দম্পতির মধ্যে খুনের ঘটনা সংঘটিত হয়েছে। সরেজমিনে জানা যায়, গফরগাঁও উপজেলা পৌর শহরের 4 নং ওয়ার্ডে হাইয়ুনের বাসায় মুজাহিদ ও হ্যাপি দম্পতি বছর খানেক যাবৎ বসবাস করে আসছে। মোজাহিদ একজন অটো ড্রাইভার, গ্রামের বাড়ি সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে। অপরদিকে হ্যাপি আক্তারের গ্রামের বাড়ি পৌরসভার 4 নং ওয়ার্ডে। তিন বছর আগে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা ।
এলাকাবাসী জানায়, স্বামী-স্ত্রী মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হয়ে থাকতো। অদ্য 02/07/2020 সন্ধ্যায় 7:30 টা মিনিটের দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয় পরে এই ঝগড়া থেকেই খুনের ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বামী মোজাহিদ স্ত্রী মরে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে বাহিরে সিটকারি লাগিয়ে এক মাসের শিশু বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। পাশের ভাড়াটিয়াদের চেঁচামেচি শুনে রাস্তার লোকজন দৌড়ে আসে। পরে এলাকাবাসী বিষয় পুলিশকে অবগত করেন । তারপর গফরগাঁও থানা অফিসার ইনচার্জ অনুকূল সরকার ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠালে মৃত্যুর কথা নিশ্চিত করেন। এলাকাবাসী নিশংস খুনের সঠিক বিচার দাবি করেন।
Leave a Reply