মোঃফারুক আহমেদ মোল্লা জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে ১০ বছরের এক মাদ্রাসা শিক্ষার্থী। এ ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে আরও ১ শিশু। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে মাদারীপুরের শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত কাঠালবাড়ি ইউনিয়নের নইমুদ্দিন মুন্সীকান্দি গ্ৰামের রহিম বাদশার ছেলে। আর নিখোঁজ রহিম একই গ্ৰামের আবুল হোসেন মাদবরের ছেলে। স্থানীয়দের অভিযোগ নদীতে থাকা ড্রেজার যন্ত্রের পাখার টানে নিখোঁজ হয়েছে ২ শিশু। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২ টার দিকে কাঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামে ৭ শিশু। এসময় নদীর তীব্র স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ভেসে যাচ্ছিল শিশুরা। স্থানীয়রা ৫ শিশুকে উদ্ধার করে। এসময় নিখোঁজ থেকে যায় আরও ২ শিশু। স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যা ৬টার দিকে আরাফাতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ রহিমের সন্ধানে উদ্ধার অভিযান চালায় ডুবুরিরা। তবে নদীর তীব্র স্রোত ও আলোক স্বল্পতায় রাত ৭ টা ৩০ মিনিটে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস।
Leave a Reply