আমাদের ঝালকাঠি প্রতিনিধির সংবাদঃ
ঝালকাঠি সদর উপজেলা/থানা ৩নং নবগ্রাম ইউনিয়ন পরিষদ অন্তরাধীন জগদীশপুর গ্রামের বাসিন্দা এবং ঝালকাঠি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী বঙ্কিম চন্দ্র সমজদার,পিতা-মৃত উপেন্দ্র নাথ সমজদার(৭৯) কে গত ২৭শে ডিসেম্বর ২০২১ইং ভোর রাতে দূবৃর্ত্তরা গৃহে হামলা চালিয়ে নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এই নির্মম হত্যার ঘটনা প্রসঙ্গে গ্রামবাসিদের থেকে জানাযায় যে-এলাকায় ক্ষমতাশীন দলীয় নেতা ও প্রাক্তন চেয়ারম্যান হিরু মিয়ার সাথে সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের শত্রুতার জের হিসাবে হত্যাযজ্ঞ সংঘঠিত হয়েছে। পক্ষান্তরে পার্শ্ববর্তি গ্রামের লোকজন অবগত করেন-হিরু মিয়া গত চেয়াম্যান নির্বাচনে প্রতিদন্দী হিসেবে মাষ্টার পরিবার থেকে আর্থীক ও সংখ্যালঘু জনগোষ্ঠীর সমর্থনের সহযোগীতা প্রত্যাশা করে বিফল হওয়াতে ক্ষিপ্ত ও প্রতিশোধ পড়ায়ন হয়ে হত্যাকান্ড সংগঠিত করেছে। প্রতিনিধি আরো অবগত করেন ভিকটিম পরিবারের সাথে যোগাযোগ করতে চাইলে প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন যে-জীবনের নিরাপত্তার কারনে তাহা্রা এলাকা ত্যাগকরে অন্যত্র গা ঢাকা দিয়েছে। তবে সন্দেহ ভাজন প্রাক্তন চেয়ারম্যান হিরু মিয়ার সাথে যোগাযোগে জানতে পারেন যে এই হত্যাকান্ডে তাহার বা দলীয় ব্যক্তির কোন যোগসাজস/সম্পৃত্ততা নাই এবং অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্র মুলক। তিনি কঠোর প্রতিবাদ জানিয়ে দাবী করেন যে জগদীশপুরে বেশীরভাগ সংখ্যালঘু হিন্দুরা বর্তমান চেয়াম্যান মুজিবুল হকের সমর্থক এবং তাহারা চেয়ারম্যানের উস্কানি ও ষড়যন্ত্রে প্রভান্নিত হয়ে আমাকে সমাজে হেও প্রতিপন্ন করতে ষড়যন্ত্রকৃত হত্যা অভিযোগটি আমার উপড় চাপিয়েছে। তিনি আরো দাবীকরে এটি কোন হত্যাকান্ড নয় বরঞ্চ মাষ্টার সাহেব বয়স্ক ব্যক্তি ও দীর্ঘদিন বিভিন্ন বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে হার্ট এ্যাটাক্ট বা ব্রেইন স্ট্রোকে মাথাঘুড়ে পড়ে মাথা ও মূখমন্ডলে গুরুতর আঘাৎ পেয়ে মৃত্যু ঘটেছে। এই মৃত্যু বা হত্যার প্রকৃত কারন জানার জন্য প্রতিনিধি থানায় যোগাযোগ করলে ডিউটি অফিসার হত্যার বিষয় কিছুই জানেন না বলে দাবী করেন। তবে আশ্বাস দেন যদি ভিকটিমের পক্ষে কেউ উপযুক্ত প্রমান দিয়ে অভিযোগ দায়ের করলে আইন সংস্থা বিষয়টি গুরুত্বসহ যাচাই ও আইনি ব্যবস্থা গ্রহন করবেন বলে নিশ্চিত করেন।এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পূর্বেই মাষ্টার বঙ্কিম চন্দর সৎক্রিয়াকর্ম সম্পাদন করা হয়েছে এবং আইনি ভাবে পুলিশ প্রশাসন ভিকটিমের ময়না তদন্ত সম্পাদন করেন নাই। উপরন্ত এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের বা মামলা রুজু হয় নাই এবং আইন সংস্থা কাউকে সন্দেহর দৃষ্টিতে গ্রেফতারও করেন নাই। তবে থানায় অদ্য দূর্ঘটনা জনক একটি মিস-ক্যাস লিপিবদ্ধ হয়েছে।
Leave a Reply