আমাদের প্রতিনিধির সংবাদঃ-
ফেনী উপজেলা ছাগলনাইয়া থানা নিয়ন্ত্রনাধী আনুমানিক ৫কিঃমিঃ উত্তরে অবস্থিত মৌরী নদী পাশ্ববর্তি রেজু মিয়া গ্রামে একটি বাশ ঝাড়ের পাশে অজ্ঞাত একটি ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ গতকাল ভোর আনুমানিক ৭.০০ ঘটিকায় স্থানিয় কৃষকরা দেখতে পায়। উল্লেখ্য-গত ১৮ই অক্টোবর ২০২৪ইং সকালে উক্ত গ্রামের ২জন কৃষক নদী সংলগ্ন খাল থেকে সেচের পানির লাইন তৈরী করতে গিয়ে বাশঝারে পাশে মৃত দেহটি দেখতে পায়। ফলে কৃষক মোঃ আশরাফ ও সোনা মিয়া তাৎক্ষনিক এলাকাবাসিকে ঘটনাটি অবহিত করলে স্থানিয় লোকজন সেখানে ছুটে আসে এবং মৃত দেহটি বিষয় ছাগল নাইয়া থানাকে অবহিত করেন। কিন্তু পুলিশ ঘটনা স্থলে পৌছানোর পূর্বে স্থানিয় বাসিন্দরা বিভিন্ন মসজিদের মাইকিং এর মাধ্যমে প্রচারনা চালিয়ে গ্রামবাসিদের অবহিত করলে পাঠানগর গ্রামের বাসিন্দা নজির আলী সেখানে উপস্থিত হয়ে প্রতিবেশী মোঃ জসিম উদ্দিন চৌধুরী (৫৩)র মৃত দেহ চিনতে পেরে তাৎক্ষনিক ফোনে তাহার পরিবারবর্গকে জানানো হলে মৃত ভিকটিমের মেঝ পূত্র সজল দ্রুত উপস্থিত হয়ে পিতার মৃত দেহ চিহ্নিত করে। প্রতিনিধি এই মৃত্যুর বিষয় উপস্থিত লোকজনকে জিজ্ঞাসা করলে ভিকটিমের প্রতিবেশীরা অত্যন্ত ভীতগ্রস্থ্য কণ্ঠে অবগত করেন যে-গত ৫ই আগষ্ঠ ২০২৪ইং ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলতে কিছু দূর্বৃত্তরা পাঠানগর বাজার জসিম উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান ও গৃহে ভাঙ্গচুড়/লুটপাসহ তাহাকে ও ছোটভাই মাইজ উদ্দিনকে অপহরন করে। এই ঘটনাটি আইন সংস্থাকে যথাসময় জানানো হয়েছিল কিন্তু ভিকটিম পরিবার আওয়ামীলীগ সমর্থীত হওয়ার কারনে চলমান অনিয়ন্ত্রীত নৈরাজ্যকর পরিস্থিতিতে তাহার পরিবারর্গ জসিম উদ্দিন ও মাইজ উদ্দিনের সন্ধান জানতে পারে নাই বরঞ্চ পরিবারের সবাই সেদিন থেকে বিভিন্ন স্থানে আত্মগোপনে আছে বলে এলাকাবাসিরা নিশ্চিত করেন। উল্লেখ্য যে-আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারনে সেইদিন দূপুর আনুমানিক ১৩.৩০ ঘটিকায় পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে লাশ জব্দকরেন এবং সেই সন্ধায় আইন প্রশাসন যৌথ বাহিনীর নজর দারীতে লাশের কোন ময়না তদন্ত বিহীন দ্রুত দাফন সম্পাদন করা হয়। এই বিষয় থানার ও/সি কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে-সম্পত্তিগত পারিবারীক ক্রন্দলে এই হত্যাকান্ড সংঘঠিত হয়েছে এবং তিনি আরো নিশ্চিত করেন যে-এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় ন্যায় বিচার প্রতিষ্ঠার সম্ভাব্য প্রচেষ্টা চলমান আছে। তবে মামলা গ্রহনের পর থেকে এখনো অপহৃত মাইজ উদ্দিনকে উদ্ধার বা কোন সন্দেহভাজন আসামিকে এখনো গ্রেফতার করতে পারেন নাই।
Leave a Reply