অধিনায়কত্ব ছাড়লেন নড়াইল এক্সপ্রেস হিসেবে খ্যাত মাশরাফি বিন মর্তুজা। অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে শেষ ম্যাচ খেলবেন তিনি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক।
৬ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে অধিনায়কত্বের ইতি টানবেন মাশরাফি। তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই ক্রিকেট থেকে তিনি অবসরে যাচ্ছেন না।
এ বিষয়ে মাশরাফি বলেন, অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচটিই হবে আমার শেষ ম্যাচ। তবে জাতীয় দলে আমি খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করবো। আজ সকালে আমি সিদ্ধান্তটি নিয়েছি। আমার পেশাদারিত্বের জায়গা থেকে এই সিদ্ধান্ত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন থেকে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি। নতুন অধিনায়ককে এখন থেকে গড়ে তুলতে চাচ্ছে। বোর্ডের এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো।
Leave a Reply