আজ বুধবার সকাল মিরপুরের ৬ নাম্বার বস্তিতে আগুন লেগে বস্তির প্রায় সব ঘর বাড়ি পুরে ছাই হয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক প্রায় ৯ টায় আগুনের সূত্রপাত হয়। আর এই আগুন আস্তে আস্তে বস্তিতে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করেও আগুন নেভাতে না পাড়ায় আর ৪টি ইউনিট মোট ২০টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। এলাকাবাসী বলেন, আগুনে পোড়ে আমাদের সব কিছু শেষ হয়ে গেছে।
পোড়ে যাওয়ার পরে সরকার আমাদের অনুদান দেয়ার আশ্বাস দিলেও কোনো ধরনের সাহায্য সহযোগিতা করছেন না। এই আগুনের লেলিহান শিখা মিরপুর ৬ নাম্বার বস্তি থেকে শুরু করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) পর্যন্ত চলে আসে।
Leave a Reply