আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্ম দিন। সেই সঙ্গে সারা দেশের মানুষ পালন করছে মুজিববর্ষ। বাঙালি জাতির এই নেতা ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তার উপর সম্মান ও শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেছেন মিরপুর ৯,১০,ও ১১ নং ওয়ার্ড এর কাউন্সিলর রাজিয়া সুলতানা ইতি।
তিনি তার এলাকা্র পূরোটায় ঝাড় বাতি দিয়ে সাজিয়েছেন এবং তার বাসা ও অফিসের সামনে বঙ্গবন্ধুর ছবি অংকন করেন যা মিরপুর এলাকা বাসির নজর কেড়েছে। সন্ধার পর থেকেই বিভিন্ন স্তরের মানুষ এই সৌন্দর্য দেখতে আসে। কাউন্সিলর রাজিয়া সুলতানা বলেন, যার জন্য আমরা এই স্বাধীন দেশ পেয়েছি তাকে স্মরণ ও সম্মানের জন্যই আমার এই আয়োজন। আমি চাই এই সম্মান আজীবন মানুষ তার হৃদয়ে ধারন করুক। তিনি এই দিবসে তার এলাকা বাসীর উদ্দেশ্য বলেন, আমি চাই আমার দেশ ও দেশের মানুষ ভালো থাকুক এবং আমাদের প্রধান মন্ত্রী যে পদক্ষেপ নিয়ে দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে এই পথে থেকেই এগিয়ে যেতে চাই।
Leave a Reply