ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উপ-আইন সম্পাদক আরিফ সরকার পাভেল এর ক্ষুদ্র প্রচেষ্টা ও মানবিক উদ্যোগ মহামারী করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে জনসাধারণকে উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে ও গরীব খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাড়িয়েছে । তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব ইব্রাহিম হোসেন এর নির্দেশে নিজ উদ্যোগে কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত খেটে খাওয়া্ মানুষের পাশে দাড়িয়েছেন।
নিন্ম আয়ের মানুষদের প্রতিজনকে ২ কেজি চাল, ১ কেজি আলু ২৫০ গ্রাম ডাল ও সাবান প্রদান করেছেন গত ২৯ মার্চ বিকাল ৫টা থেকে। এই সময় তিনি সকলকে সরকারের নির্দেশনা মোতাবেক বিশেষ প্রযোজন ছাড়া ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ করেন।
এই বিষয়ে জানতে চাইলে আরিফ সরকার পাভেল বলেন, আমি আমার সীমিত সামর্থ নিয়ে নিন্ম আয়ের মানুষের পাশে দাড়ানোর এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার অবিভাবক জনাব ইব্রাহিম হোসেন ভাইয়ের নির্দেশনা অনুসরণ করে আমি এই উদ্যোগ গ্রহণ করি।
বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টে আছে যারা দিন আনে দিন খায়। তাদের কথা বিবেচনা করেই আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। আর মানুষ মানুষের জন্য ।
Leave a Reply