1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার ইটনায় সেনাবাহিনীর হাতে দেশীয় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার, সংঘর্ষে আহত ১ শেখ হাসিনা কি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী? আইন কী বলে জুডিশিয়াল ক্যু’র মাধ্যমে ড. ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করা যেত কী: আইন ও বাস্তবতার বয়ান প্রত্নতত্ত্ব অধিদপ্তরে মাস্টাররুলে কর্মরত কর্মচারীদের স্থায়িত্বকরণে মানববন্ধন মৌলভীবাজার রাজনগর উপজেলায় বিএনপি নেতার বাড়ীতে যৌথবাহিনী হামলা ও মামলা বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কার নিকট পদত্যাগ করবেন, আইন কী বলে মুন্সিগঞ্জ টুংগিবাড়ী উপজেলায় বিএনপি নেতা দোলন ও কুমারী মুসরাত গুমের চাঞ্চল্যকর ঘটনা ফেনী সদর উপজেলা মধুপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারে হামলা ও ডাকাতি

রেল লাইন উপড়ানাে মামলার বিচারের রায়

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জুন, ২০১৮
  • ৩১২৬ বার

সালাহ উদ্দিন

গত ২৫ জানুয়ারী ২০১৫ ইং সালে সারাদেশে বিরোধী দলের লাগাতার আন্দোলন চলাকালীন ব্রাক্ষ্মনবাড়িয়া পাঘাচং এলাকায় ৩৬ ফুট রেল লাইন স্লিপার উপড়ে ফেলা ও নাশকতার অপরাধে বিজ্ঞ মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ন্যায় বিচারে গত ১১ ইং জুন ২০১৮ ইং মোট ৩১ জন অভিযুক্ত আসামির মধ্যে ২২জনকে অপরাধী মানিয়া বিভিন্ন মেয়াদী কঠোর সাজা ও অর্থদন্ড ঘােষিত এবং ৯ জনকে বেকসুর খালাস দেয়। উল্লেখ্য-বিএনপি ও জামাত সহিংসতা উস্কানিতে গত জানুয়ারী ২০১৫ ইং সালে সারাদেশে ভয়াবহ গন-আন্দোলনে অবরোধ,হরতাল ,নাশকতা ইত্যাদি ভয়াবহ  নৈরাজ্য চলাকালীন মামলায় সাজা ঘােষিত  দূর্বৃত্তরা   উক্ত সন্ধ্যায় আরও অজ্ঞাত আসামিদের সমন্বয় এইরুপ গুরুতর অপরাধ সংঘটিত করে। কিন্তু কোন বড় ধরনের ক্ষতি বা দুর্ঘটনা ঘটার পূর্বে রেল কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বিধায় ঢাকা,কুমিল্লা, সিলেট,নোয়াখালী সাথে রেল যোগাযোগ প্রায় ১২ ঘন্টা বিঘ্ন ঘটে।

এই ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাক্ষীদের বয়ানের উপর ভিত্তিকরে পরদিন রাষ্ট্রপক্ষ সদর মডেল থানায় মােট ৩১জনের নাম ঠিকানা উৎঘাটন করে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে, এই বিচার চলাকালিন অভিযুক্ত ৩১জন আসামীর মধ্যে ২২জন জামিন আইন লঙ্ঘন করে পলাতক থাকায় বিজ্ঞ বিচারক স্বাক্ষী  প্রমানের ভিত্তিতে তাহাদের দোষী সাব্যস্ত করে ১৪জনকে ৭বৎসর সশ্রম কাড়াদন্ডে দন্ডিতসহ ৫০হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে ১বৎসর কাড়াভােগের সাজা ঘােষীত করেন। সাজাঘােষীত ১৪জন পলাতক আসামীরা হল ১।লাহু মিয়া,পিং-মৃত মাসুক মিয়া ,২।হুমায়ুন কবির ,পিং-মৃত আবুল মনছুর,৩।আবুল কাশেম,পিং-হযরত মিয়া, ৪।আব্দুস সােবাহান,পিং-মৃত বশির উদ্দিন,৫।মােঃআলী আজম,পিং-মৃত হাজী আব্দুল আলী,৬।মােঃ মামুন পিং-মােঃ লীয়াকত,৭।মােঃ জলিল পিং-হাজী মােঃ সুলতান,৮ । নিজাম উদ্দিন রতন,পিং-মৃত জামাল উদ্দিন, মােঃমােতালেব,পিং-মােঃ রাজ্জাক মিয়া ,১০।আব্দুল মালেক,পিং-হাজী আলাউদ্দিন,১১। সুমন হােসেন,পিং-মুজিবুর মিয়া ,১২। মৌলভি দেলােয়া মিয়া,পিং-মৃত মােঃআজম মিয়া ,১৩ বরকত উল্লাহ, পিংরহমত উল্লাহ,১৪।হাফেজ মােঃ কাউসার,পিং-মােঃ মিজান উদ্দিনগন সদর মডেল থানা নিয়ন্ত্রনাধীন। বাসিন্দা।পলাতক ৮জন আসামীকে মামলায় সহযােগী অপরাধী সাবস্থ্যকরে প্রতিজনকে ৫বৎসর সশ্রম কাড়া দন্ডসহ ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে  ৩ মাস শুধু কাড়া ভােগের সাজা ঘােষীত করেন।

সাজা ঘােষীত ৮জন পলাতক আসামীর পরিচয় ১। ছবির উদ্দিন সাবু,পিং-মােঃ মসুর উদ্দিন,২। আতাউর রহমান জামাল, পিং-মৃত মােঃ আব্দুল মতিন,৩। মােঃ জীয়াউর রহমান,পিং-হাজী মােঃমােবারক,৪ মােঃ কালাম মিয় ,পিংহাজী মকবুল মিয়া ,৫। মােঃ আনােয়ার হােসেন,পিং-মৃত মজিদ মিয়া ,৬ মােঃ সাদেকুর রহমান,পিং-আব্দুর রহমান,৭। মােঃ ছগির আহমেদ,পিং-মােঃ মুসা মিয়া,৮। মােঃ মতিউর রহমান,পিং-আমজাদ হােসেনগন এবং উপস্থিত ৯জন বেকসুর মুক্তি প্রাপ্ত আসামীরা হলেন ১। মােঃআইউব মাষ্টার,পিং-আব্দুল জলিল,২।মনির হােসেন পিন্টু ,পিং-সাখওয়াৎ হােসেন,৩।সাজ্জাদ কামাল, পিং-মােঃ লুঙ্কর মিয়া ,৪।মােঃহাবিব উদ্দিন,পিংদ্রুল আলম,৫।রুবেল হালদার,পিং-সবুর হালদার, ৬। মৌঃ সাইদ আলম,পিং-হাজী রহমত মিয়া,৭।

রফিকুল ইসলাম,পিং-আবু বক্কর ,৮। জমিরুল হক,পিং-মুজিবুল হক,৯। শাহিদুল্লাহ সানু,পিং-মৃত মুসলেম উদ্দিনগন সকলে সদর মডেল থানা নিয়ন্ত্রনাধী বাসিন্দা। আমাদের প্রতিনিধি আরও জানায় যে-এই মামলায়। সাজা ঘােষীত অধিকাংশ পলাতক আসামীরা রাষ্ট্র বাদীর সম্পূন ষড়যন্ত্রের শিকার এবং এই ধরনের অপরাধের। সাথে আসামীদের কোন সম্পৃত্বতা প্রমানিত হয় নাই কিন্তু যেহেতু তাহারা বিএনপি ও জামায়েত রাজনীতিতে জড়িত সেই কারনে প্রতিপক্ষ রাষ্ট্র মামলায় ষড়যন্ত্রকৃত অভিযােগ তৈরীকরে তাহাদের অনুপস্থিতিতে একতরফা দোষী সাব্য করেছে বলে সুবাকাঙ্খি ও আত্নিয়সজন দাবী করছে। আরও জানাযায় যে-রাষ্ট্র পক্ষ রাজনৈতীক প্রতিহিংশার কারনে আসামীদের বিরুদ্ধে একাধিক মামলায় অভিযুক্ত করাতে তাহারা জীবনের নিরাপত্তা জনিত কারনে দীর্ঘদিন যাবৎ আত্নগোপনে আছে এবং ২জন পলাতক জামায়েত নেতা/কর্মি আবুল কাশেম ও নিজাম উদ্দিন রতনের আদৌ কোন সংবাদ তাহাদের পরিবার জানেনা।

যাহার ফলে এলাকাবাসি ও পরিবারের সদস্যরা ধারনা করছেন যে-আইন সংস্থা র্যাব/ পুলিশ হয়তােবা নাটক সাজানাে অস্ত্র/মাদকদ্রব্য উদ্ধারের নামে তাহাদের ক্রসফায়ারে গুপ্ত হত্যা ও লাশ গুম করেছে। বর্তমানে সকল পলাতক আসামীদের। গ্রেফতার প্রক্রিয়া জারি আছে এবং আইন সংস্থা সাজা পরােয়ানা নিয়ে সর্বত্র সন্ধানরত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com