1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
মানবিকতার পরিচয় দিলেন ওসি;অক্লান্ত চেষ্টায় বাক প্রতিবন্ধী চাঁদনী ফেরত গেলো পরিবারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চায় ওসি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট কেরানীগঞ্জবাসী ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ইটনায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩২ জন কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জামাতের কলম বিতরণ বাজিতপুরে নদীর মাছ নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর ছাগলনাইয়া মৌরী নদীরপারে অপহৃত জসিম উদ্দিন চৌধুরীর লাশ উদ্ধার

যুবলীগ কর্মী ইসমাইল হত্যার অভিযােগপত্র আদালতে দাখিল

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জুন, ২০১৮
  • ৪৩১৬ বার
প্রতিকী ছবি

রাজীব হােসেন

গত ৮  ফেব্রুয়ারী   ২০১৮ইং দূর্নীতির অভিযােগে বিএনপি চেয়ারপার্সন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জীয়াকে দূদকের মামলায় সাজা প্রদানের রায়কে কেন্দ্রকরে সেই বিকালে ব্রাক্ষনবাড়ীয়া ষ্টেশন রােডে বিএনপির মিছিল সমাবেশে আওয়ামীলীগের হামলায় ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়। উভয় পক্ষে আক্রমন ও সংঘাত/দাঙ্গাচলাকালিন সময় উগ্রপন্থীদের হামলায় সদর আওয়ামী যুবলীগের কর্মী ইসমাইল মিয়াসহ ৪/৫জন নেতাকর্মী গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়।আহতদের চিকিৎসা চলাকালিন গুরুতর আহত ভিকটিম ইসমাইল (২৫),পিতা-আইয়ুব আলী,গােকর্ণঘাট নিবাসী মস্তিস্কে অতিরিক্ত রক্ত ক্ষরনে পরদিন দুপুরে মৃত্যুবরন করে এবং বাকিরা ২/৩দিন সুচিকিৎসার পর গৃহে প্রত্যাগমন করে ।

এই হত্যাকান্ডর ঘটনাটি সুপরিকল্পীত রাজনৈতীক প্রতিহিংশা দাবীকরে ভিকটিমের চাচা ইয়াকুব আলী সদর মডেল থানায় সেই রাতে ১৯জনকে হত্যাকারী  চিহ্নিত করে মামলা দায়ের করেন। অতপর এই মামলাটি সিআইডির ইন্সপেক্টর আজিজুল আলম তদন্ত পরিচালােনার পর মােট ১৯জন এজাহার ভুক্ত আসামীর মধ্যে ১৩ জনকে অভিযুক্ত করে ১০ই জুন,রবিবার ২০১৮ইং মূখ্য জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ব্রক্ষ্মনবাড়ীতে দাখিল করেন। অভিযুক্ত মােট ১৩জন আসামীর নাম পরিচয় যথা ৪জন হাজতী ১ মােঃফিরােজ হােসেন(৪৩),পিং-মােয়াজ্জেম হােসেন,২।জুবায়ের আলম(৩৩),পিং-মাষ্টার শহিদুল্লা ,৩।জসিম উদ্দিন। (২৯),পিং-শাহজাহান মিয়া,৪ মােঃ উসমান(৩৪),পিং-মােঃহালিম,সকলের ঠিকানা-সদর ষ্টেশন রােড।

পলাতক ৯জন আসামী ৫।নিজাম উদ্দিন রতন(৪৪),পিং-মৃত জামাল উদ্দিন,৬ ।আব্দুল মালেক (৩৮),পিং হাজী আলাউদ্দিন,৭।আতাউর রহমান জামাল (৪০),পিং-মৃত মােঃআব্দুল মতিন ,৮ |আবুল কাশেম (৩৩), পিং-হযরত মিয়া,৯।মােঃমামুন(৩০),পিং-মােঃ লীয়াকত, সকলের ঠিকানা সদর মডেল থানাধীন গােকর্ণঘাট বাসিন্দা,১০। জহিরুল আলম জীবন (২৮),পিং-আনােয়ার হােসেন,১১। সুজন শিকদার (২৮), পিং-মালেক শিকদার, ১২। ইরফান আহমেদ ইনু (৩২),পিং- মৃত মােনির আহমেদ, ১৩। মাইনুল করিম(৩০), পিংহাজী হাসান আলী, ঠিকানা-সদর মডেল থানাধীন বড়বাগ এলাকার বাসিন্দা। এই মামলায় ৬জন এজাহার ভুক্ত আসামীরা আই/ওর তদন্তে অভিযােগ থেকে মুক্তিপ্রাপ্তরা১৪। সাইদ হাসান (২৭),পিং-মােঃ তােফাজ্জল, ১৫।মহিউদ্দিন মাখন(৪৮),পিং-সাবের উদ্দিন উভয়ের ঠিকানা সদর মডেল থানাধীন পৈরতলা এলাকাবাসি, ১৬।ইমরুল মিয়া (২২),পিং-মােঃ লােকমান মিয়া ঠিকানা গােকর্ণঘাট বাসী,১৭। মােঃ ফয়সাল (৩৩),পিংমােঃ হাবিবুর রহমান,১৮। সাহেদ খােকন (৩৫),পিং-ওমাের আলী,১৯। নাহিদ আহমেদ রাজু (২৮),পিংডাঃ আব্দুল জব্বার ঠিকানা-সদর মডেল থানাধীন জেলা রােড নির্বাসীদের বিরুদ্ধে কোন সঠিক সম্পৃত্ততা প্রমানিত নাহওয়াতে তাহাদের মামলার অভিযােগ থেকে বাতিল করা হয়।

বর্তমানে বিজ্ঞ আদালত সকল পলাতক আসামীর বিরুদ্ধে ফৌঃদন্ডবিধি ১০৯/১২০(খ)/১৪৫/১৪৮/১৪৯/১৫১/১৫৩/১৫৩(ক)(খ)/৩২৪ /৩২৫/৩০৭/৩০২/৩৪ ধারায় অভিযুক্ত মানিয়া গ্রেফতারী পরােয়ানা জারি করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর-মাহমুদুর রহমানকে মামলার তদন্তের বিষয় জিজ্ঞাসাবাদে জানাযায় যে-আই/ও সঠিক ও ন্যায় সংগত তদন্ত প্রতিবেদন দাখিল করিয়াছেন এবং আসামীরা সুপরিকল্পীত ভিকটিমকে প্রকাশ্যে ধারালাে হাতিয়ার দ্বারা কুপিয়ে হত্যাকান্ড সংঘঠিত করিয়াছে।মামলা বর্তমানে বিজ্ঞ মূখ্য জেলা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ০২নং আমলি আদালত তত্বাবধানে চলমান এবং ৪জন গ্রেফতারকৃত আসামীরা হাজতে অন্তরীন আদেশ ভােগরত আছে ও বাকি ৯জন ঘটনার দিন থেকে আত্নগােপনে। ৬জন আসামীরা। বিজ্ঞ আদালতে আত্মসর্মপনের পর জামিনে অবস্থানরত আই/ওর তদন্তে নিরপেক্ষ ন্যায় তদন্তে চার্জসীট থেকে মুক্তি প্রাপ্তপর বর্তমানে মুক্ত জীবন যাপন করছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com