বিনোদন ডেস্ক :
ক্লোজআপ ওয়ান খ্যাত জনপ্রিয় কন্ঠশিল্পী সালমার কন্ঠে আসছে বান্দিয়া প্রেমের ঘর শিরোনামের চমৎকার ফোক গান।গানটি সলো ও ডুয়েট ভার্সনে প্রকাশিত হবে।ডুয়েট ভার্সনে সালমার সাথে গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী ফিরোজ প্লাবন।
অসাধারণ লিরিক টিউনের গানটির কথা,সুর ও সঙ্গীত করেছেন সঙ্গীত পরিচালক ও কন্ঠশিল্পী ফিরোজ প্লাবন নিজেই।সম্প্রতি গানটির ভিডিওর কাজ ভিন্ন আয়োজনে অত্যান্ত সুনিপুণ ভাবে সম্পন্ন হয়েছে।আগামী দশই ডিসেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বাজনা মাল্টিমিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে।
এরপর গানটি আগামী ২০ই ডিসেম্বর ডুয়েট ভার্সনে একই চ্যানেলে প্রকাশিত হবে এমনটাই জানিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী ফিরোজপ্লাবন।জানতে চাইলে তিনি আরো বলেন,গানটির কথা ও সুর অত্যান্ত চমৎকার। আমি গানটির সুর করার পর ভাবলাম গানটি কার কন্ঠে ভালো লাগবে,শেষে মনে হলো এই গানটি সালমার কন্ঠে শ্রুতিমধুর শোনাবে।সত্যি বলতে গানটি রেকর্ডিং শেষে আমি সালমার অসাধারণ গায়কী তে মুগ্ধ হয়ে যাই।সালমা অসম্ভব সুন্দর গেয়েছে গানটি।আমি আশাবাদী গানটি মানুষের মুখে মুখে পৌঁছাতে সক্ষম হবে ইনশাআল্লাহ।
Leave a Reply