আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে পিতার মিথ্যা অপহরণ মামলা থেকে স্বামীকে বাচাতে এক পুত্রবধূ অনলাইনে (ভিডিও) বার্তার মাধ্মে মেয়ে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের বিডিআরহাট এলাকার বিশিষ্ঠ ব্যবসায়ী ও শারীরিক প্রতিবন্ধী শ্বশুর মাসুম পারভেজের নিজ বাসভবনে অনলাইন (ভিডিও) বার্তার মাধ্যমে এই সংবাদ সম্মেলন করেন রিফাহ্ তাসনিয়া সফল (১৯) নামক এক পুত্রবধূ।
রিফাহ্ তাসনিয়া সফল লালমনিরহাট শেখ শফিউদ্দিন কর্মাস কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমানের মেয়ে ও শহরের বিশিষ্ঠ ব্যবসায়ী মাসুম পারভেজের পুত্র সাদেক আলী পারভেজ সোয়াদের নববিবাহিত স্ত্রী। উক্ত অনলাইনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পুত্রবধূ রিফাহ তাসনিমের শ্বশুর শারীরিক প্রতিবন্ধী মাসুম পারভেজ, তার পরিবারের সদস্যসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। পুত্রবধূ রিফাহ তাসনিম সফল বলেন, জন্ম সনদ অনুযায়ী বর্তমানে তার বয়স ১৮ বছর ৯ মাস।
৯ মাস আগেই আমি সাবালিকা হয়েছি এবং আমার পছন্দের মানুষ সাদেক আলী পারভেজ সোয়াদকে নিয়ে অজানার উদ্দেশে পাড়ি জমাই। পরে সামাজিক ও ইসলামী শরীহা মোতাবেক নিকাহ্ রেজিস্ট্রি করি। বর্তমানে আমরা স্বামী সাদেক আলী পারভেজ সোয়াদ ও আমি (রিফাহ তাসনিম সফল স্ত্রী) খুব ভাল এবং নিরাপদ স্থানে আছি। কিন্তু আমার পিতা শেখ শফি উদ্দিন কমার্স কলেজের অধ্যক্ষ এন্তাজুর রহমান। আমি সবার অজান্তে বাড়ি থেকে পালিয়ে আসার পর আমার পিতা আমার স্বামী সাদেক আলী পারভেজ সোয়াদের বিরুদ্ধে থানায় মিথ্যা অপরহণ মামলা দায়ের করেন। যার মামলা নং-১১, তাং (৯ অক্টবর) ২০।
এ মামলায় পুলিশ তল্লাশীর নামে প্রায় প্রতিদিন আমার শ্বশুর মাসুম পারভেজকে হয়রানী করছেন।
আমার শ্বশুর একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। তিনি অন্যর সাহায্য ছাড়া চলাফেরা করতে পারে না। তিনি শারীরিক প্রতিবন্ধী হলেও লালমনিরহাটের একজন সম্মানী সফল সার ও কীটনাশক ব্যবসায়ী। এ সব হয়রানীর কারনে আমার শ্বশুরের মারাত্মক সম্মানহানী হচ্ছেন। আমি আমার পিতার দায়ের করা মিথ্যা অপহরণ মামলাটি প্রত্যাহারের দাবীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
রিফাহ্ তাসনিয়ার শশুর মাসুম পারভেজ সাংবাদিকদের বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। আমি কিভাবে তার মেয়েকে অপহরণ করি। বরং ওই মেয়ে আমার ছেলেকে ভালবেসে নিজের ইচ্ছায় পালিয়ে গিয়ে বর্তমানে ঘর সংসার করছে। মেয়েটি বর্তমানে গর্ভবতী কয়েক মাস গেলে আমি দাদু হবো। তিনি পুলিশি অভিযানে ভাড়াটিয়ার বাসায় তল্লাশীর নামে তছনছ করায় গভীর ক্ষোভ ও দু:খ প্রকাশ করেছেন।
Leave a Reply