জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। লকডাউনের কারণে দীর্ঘদিন কাজ থেকে বিরত ছিলেন। কিন্তু এবার নতুন বছরে মোস্তফা কামাল রাজের ‘হিট’ শিরোনামের একটি ধারাবাহিক নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার চরিত্রের নাম ঝুমকা। তাকে দেখা যাবে রং চা বিক্রেতার ভূমিকায়।
নতুন ধারাবাহিকে অভিনয় প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমি বরাবরই গল্প-চরিত্র দেখে অভিনয় করি। একসঙ্গে অনেক কাজ কখনো করিনি। এই ধারাবাহিকের গল্প ও চরিত্র পছন্দ হওয়ায় অভিনয় করছি। চরিত্রের মধ্যেও নতুনত্ব আছে।’
এদিকে এই অভিনেত্রী সম্প্রতি শহিদুজ্জামান সেলিমের নির্দেশনায় একটি টেলিছবিতে অভিনয় করেছেন। প্রথমবারের মতো তার নির্দেশনায় কাজ করার অভিজ্ঞতা হয়েছে ভাবনার। তার ভাষ্য, ‘টেলিছবিটি শুটিংয়ের আগে রিহ্যার্সেল করেছি। উনার মতো গুণী অভিনেতা ও নির্মাতার সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়। অনেকের চেয়ে কাজ আদায় করে নেওয়ার ক্ষেত্রে তিনি এগিয়ে আছেন।’
টিভি নাটকের বাইরে ‘ভয়ংকর সুন্দর’ খ্যাত অভিনেত্রী কাজ করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাসের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
এ ছাড়া তিনি নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ শিরোনামের চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন। মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমায় ভাবনা ‘পদ্ম’ চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে তার সহশিল্পী হিসেবে একটি মোরগকে দেখা যাবে। তার অভিনীত প্রথম ছবি মুক্তির দীর্ঘ সময় পর এই ছবির মধ্য দিয়ে দ্বিতীয়বার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এদিকে ভাবনা তার নতুন বছর নিয়েও কথা বলেন। একই সঙ্গে জানালেন ২০২০ সাল ছিল তার জন্য আশীর্বাদের। তিনি বলেন, ‘করোনায় সারা বিশ্ব থেমে গেছে। কিন্তু অনেক কিছু আমাদের শেখালো। নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। করোনায় না পড়লে হয়তো খুব সহজে এসব অভিজ্ঞতা হতো না। নতুন বছরে অনেক হিসাব-নিকাশ করে চলব। আরো ভালো ভালো কাজের চেষ্টা করব।’
Leave a Reply