কন্যা সন্তানের বাবা হয়েছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। আজ সোমবার বিকেলে মুম্বাইয়ে তার স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঘর আলো করে আসে তাদের সন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে দেয়া এক পোস্টে তথ্যটি জানিয়েছেন ভারতীয় অধিনায়ক নিজেই।
সেখানে বিরাট কোহলি লেখেন, ’আপনাদের জানাচ্ছি যে, আমাদের ঘরে আজ বিকেলে আশির্বাদ নিয়ে এক কন্যা সন্তানের আগমন ঘটেছে। ভালোবাসা, আশীর্বাদ এবং শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ।’
নবজাতকের মা এবং শিশু সন্তান উভয়েই সুস্থ আছে জানিয়ে তিনি বলেন, জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি এবং আশা করি, আমাদের একান্ত সময়কে আপনারা শ্রদ্ধার চোখে দেখবেন।
Leave a Reply