ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা এলাকায় ডিসি পরিচয়দানকারী মোবাইল ফোনে চাঁদাবাজি করার অপরাধে সোহেল মাহমুদ কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে নগদ ৩৭ হাজার টাকা, তিনটি সিম সহকারে একটি ছোট এক উদ্ধার করা হয়েছে।
মিরপুর উপ-পুলিশ কমিশনার আ স ম মাহতাবউদ্দিন জানান, মিরপুর সেকশন ২নং এলাকার বড়োবাগ গীর্জা সংলগ্ন এলাকায় ডিসি পরিচয় দিয়ে এক ব্যক্তি প্রতারণা করছে। এমন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার স্পেশাল ফোর্স নিয়ে বিকাশের দোকান থেকে সোহেল মাহমুদ কে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, মিরপুর ডিসি পরিচয় দিয়ে মোবাইল ফোনে চাঁদা আদায় করে। কখনো এমপিকে ফোন ধরিয়ে দেয় কখন মন্ত্রীকে ফোন ধরিয়ে দেয়। ইঞ্জিনিয়ার ইসহাক আলীর কাছে শীতকালীন কম্বল বিতরণের লক্ষ্যে চাঁদা দাবি করে। এসময় তার সন্দেহ হয় যে ডিসি এভাবে চাঁদা চাইতে পারে না। তিনি প্রশাসনকে অবহিত করে তারপর অভিযান চালিয়ে এই ভূয়া ডিসি কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
Leave a Reply