সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় বিধবা ভাতা নিতে আসার পথে প্রাইভেটকারের চাপায় বেজারি রানী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। সে ওই উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের মৃত কমলের স্ত্রী।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নূরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন করে তিনি জানান, রোববার দুপুরে ওই নারী বিধবা ভাতা উত্তোলনের জন্য ওই এলাকায় ব্যাংক এশিয়ায় (এজেন্ট শাখা) আসছিলেন। এ সময় মহাসড়ক পার হওয়ার পথে উল্লেখিত স্থানে দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
Leave a Reply