রাজিয়া খাতুন
করােনা চলাকালিন গত ৩০শে এপ্রিল ২০২০ইং সালে উত্তরা ১০নং সেক্টর একদল দূস্কৃতিকারী সিফাত ইলমা বাসার সামনে থেকে অপহরন ও পরে ৪০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করলে তাহার দাবী পুরন করতে না পাড়ায় কিশােরীকে নির্মম গনধর্ষন ও হত্যা করা হয় এবং ৭ই মে ভােরে উত্তরা দিয়াবাড়ী বেরীবাধ এলাকায় তাহার মৃতদেহ পাওয়া যায়। এ বিষয় ভিকটিমের আত্নীয়সজনের সাথে যােগাযােগে জানা যায় যে,প্রতিপক্ষ বাদীর প্রতিষ্ঠানে দূর্নীতি পরায়ন কিছু কর্মকর্তা ও ক্যামিকেল সাপ্লাইয়ার সাথে ব্যবসায়িক জটিলতাকে কেন্দ্রকরে বাদীর নিরীহ কিশােরী মেয়েকে জীবন দিতে হয়।
এই অপহরণ ও হত্যা প্রসঙ্গে ভিকটিমের পিতা বাদী হয়ে উত্তরা থানায় ১০জনকে সন্দেহভাজন দৃষ্টিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন কিন্তু মামলার বিষয় আমাদের প্রতিনিধি থানা ও আদালতে যােগাযােগ করে কোন অগ্রগতি জানতে পারে নাই। মামলার আই/ওকে অভিযােগের বিষয় জিজ্ঞাসাবাদে তিনি কোন সঠিক তথ্য জানাতে অসম্মতি জানায় এমনকি আজ পর্যন্ত সন্দেহ ভাজন কোন আসামীকে আইনের অধিনে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদের বিষয় জানাযায় নাই।আত্নীয়সজন ও প্রতিবেশীদের মাধ্যমে জানাযায় যে-এই নির্মম হত্যার পিছনে ক্ষমতাশীন দলের প্রভাবশালি চক্র জড়িত বিধায় মামলার অগ্রগতি সম্পূর্ণ স্থগিত হয়ে পড়েছে। উপরন্ত, মামলাটি দ্রুত তুলে নেওয়ার জন্য ভিকটিম পরিবারের উপর বিভিন্ন প্রভাবশালি মহল ভয়ভীতিকর নির্যাতন ও চাপ সৃষ্টির কারনে বাদী স্বপরিবারে আত্নগােপনে আছেন।
Leave a Reply