আলমগীর মানিক,রাঙামাটি
করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় প্রাথমিকভাবে আগামী ১৪ দিনের জন্য রাঙামাটি জেলায় সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা ধর্মীয় অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠানে জনসমাগম নিষিদ্ধ করেছে রাঙামাটি জেলা প্রশাসন। বুধবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান তার সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধ কমিটির জরুরী সভায় তিনি এই ঘোষণা দেন। এই নির্দেশনা পরবর্তী নির্দেশ নাদেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানিয়েছেন তিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন মিয়া, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, জেলা পরিষদ সদস্য বাদল চন্দ্র দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমানসহ বিভিন্ন ব্যবসায়ী সমিতি, গণমাধ্যমকর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় জেলা প্রশাসক বলেন, রাঙামাটি জেলায় করোনা সংক্রমণ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। গত তিন দিনে রাঙামাটি জেলায় করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পেয়েছে। তাই বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি জেলায় কঠোর অবস্থানে থাকবে রাঙামাটির জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ নিরাপত্তার সাথে জড়িত সকল প্রশাসন করোনা সংক্রামন রোধে কাজ করবে। জেলা প্রশাসক বলেন, সরকারী নির্দেশনা অনুযায়ী রাত ৮ টা থেকে রাঙামাটির সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া সবজীর দোকান গুলো খোলা বাজারে বসানোর নির্দেশনা দিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক। এখন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি সরকারী সকল নির্দেশনা মেনে চলতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে জেলাপ্রশাসন।
Leave a Reply