শাহীন আলম-
ফেনী সদর মডেল থানা নিয়ন্ত্রনাধীন প্রবাহিত মাতামুহুরী নদী থেকে এলাকায় প্রভাবশালী রাজনৈতীক মহল দীর্ঘদিন বেআইনিভাবে বালু উত্তোলন ও পাচারকে কেন্দ্রকরে গত ১৫ই জানুয়ারী ২০১৯ইং এলাকাবাসির সাথে ভয়াবহ সংঘাৎ ও দাঙ্গা সংঘঠিত হয়। প্রতিপক্ষ গ্রামবাসিরা ক্ষমতাশীন ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের এইরুপ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাড়ালে উভয়ের মধ্যে ভয়াবহ দাঙ্গা ও গােলাগুলিতে ফরহাদ নগরবাসি যুবলীগ কর্মী মােঃ শহিদুল্লাহ(৩৩),পিতা-আমান উল্লাহ মিয়ার পূত্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরন ও আনুমানিক ১৪/১৫জন গুরুতর আহত হয়। এই অপৃত্তিকর নির্মম হত্যাকান্ডকে উভয়পক্ষ একে অপরকে দোষারােপ চালালে জেলা প্রশাসনের সিদ্ধান্তে সদর মডেল থানা পুলিশ,সরকার দলীয় চেয়ারম্যানকে সমর্থন জানিয়ে গত ১৬/০১/১৯ইং থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্তের পর গত ৩০শে নভেম্বর ২০২০ইং আই/ও এস.আই. প্রদ্বীপ কুমার শাহা আরাে ৩জনকে সংযুক্তকরে মােট ১৭জনের বিরুদ্ধে আদালতে অভিযােগপত্র দাখিল করেন।এই মামলায় অভিযুক্তদের নাম/পরিচয় যথা-হাজতী ও পলাতক মােট ১৭জন আসামীর মধ্যে মাতামুহুরী গ্রামের ১। মামুন শরিফ (৩৫),পিং-জমাল শরিফ,২। রুবেল হাসান (২৪), পিং-জলিল মিয়া, ৩ মােঃজাকির (৩০),পিং-জসিম উদিদ্দন, ৪। নােমান ভুঞা(২৬),পিং-হাফিজ উদ্দিন ভুঞা। ফরহাদ নগরবাসি ৫।গিয়াস উদ্দিন (৩৪),পিং-শাহজাহান লস্কর,৬। মােঃ এনামুল হক (২৭),পিং-মােঃ মাহবুবুল হক,৭। নাইম চৌধুরী(২৮),পিং-মৃত বরকত উল্লাহ চৌধুরী,৮।সাইদুর আলম (২৭), পিং-মুক্তার আলী,৯। মােঃ তারিকুল(৩০),পিং-আজাদ হােসেন। ফাজিলপুর বাসি ১০। মােঃ রাব্বি মাসুদ (২৪),পিং-মােঃ গিয়াস মিয়া, ১১। আশিক রাসুল (২২),পিং-হুমায়ুন রাসুল ,১২।জাবির উদ্দিন (২৮),পিং-মৃত সিরাজ উদ্দিন,১৩। সুমন। পাটোয়ারী (৩৩),পিং-নজরুল পাটোয়ারী,১৪।মুসা খান(৪৪),পিং-মৃত দাউদ খান,১৫।ফজলে কাদের (৩৭),পিং-খায়রুল ইসলাম,১৬।সাব্বির আহমেদ সাজু(৪০),পিং-মতিউর রহমান,১৭।ইমরাস শেখ (৩২) পিং-শেখ জয়নাল। প্রতিনিধি অভিযােগের সূত্রধরে অভিযুক্ত আসামীদের আত্নিয়সজন/পাড়া প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদে জানতে পারে যে-এই অপরাধটি সরকার প্রভাবশালী ২টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন চলমান। কিন্তু দাঙ্গা ও গােলাগুলি চলাকালিন প্রকৃত অপরাধীদের নাম পরিচয় অভিযােগপত্রে উল্লেখ নাই,বরঞ্চ অজ্ঞাত ও নিরিহ বিরােধী দলীয় নেতাকর্মীকে অভিযুক্তকরে অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে তাহারা দাবী করছে। মামলার আই/ও এবং থানার ওসিকে এ বিষয় জিজ্ঞাসা করলে তাহারা বিচক্ষনতার সাথে তদন্তের সাজানাে মানচিত্র সম্পূর্ন অভিযুক্তদের উপর চাপিয়ে দিয়ে বিজ্ঞ আদালতের ন্যায় বিচারের প্রতি আস্থা রাখার অভিমত ব্যাক্ত করেন। আদালতের মাধ্যমে আরাে জানাযায় যে-মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সকল প্রক্রিয়া চলমান আছে কিন্তু চলমান মহামাড়ি করােনার পরিস্থিতিতে সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পলাতক ৯জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি হয়েছে।
Leave a Reply