1. asaduzzamann046@gmail.com : admi2017 :
  2. editor@shomoyeralo24.com : Shomoyer Alo : Shomoyer Alo
শিরোনাম :
শুরু হয়ছে ধান কাটার ধুম,কৃষকের মুখে হাসি থাকলেও দাম নিয়ে শঙ্কা মানবিকতার পরিচয় দিলেন ওসি;অক্লান্ত চেষ্টায় বাক প্রতিবন্ধী চাঁদনী ফেরত গেলো পরিবারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার কাছে জিলাপি খেতে চায় ওসি পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের চাঁদাবাজিতে অতিষ্ট কেরানীগঞ্জবাসী ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ভুট্টার বাম্পার ফলনেও চিন্তিত চাষীরা ইটনায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৩২ জন কটিয়াদীতে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে জামাতের কলম বিতরণ বাজিতপুরে নদীর মাছ নিয়ে চাচা ভাতিজার দ্বন্ধ, প্রশাসনের হস্তক্ষেপ চাহিদামতো ঘুষের টাকা নিয়েও কাজ করে না ভূমি অফিস সহায়ক শাহানুর

যুবলীগকর্মী মােঃ শহিদুল্লাহ হত্যা অভিযােগপত্র দাখিল প্রসঙ্গে জটিলতা

  • আপডেট টাইম : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ২৩৫২ বার
প্রতিকী ছবি-

শাহীন আলম-

ফেনী সদর মডেল থানা নিয়ন্ত্রনাধীন প্রবাহিত মাতামুহুরী নদী থেকে এলাকায় প্রভাবশালী রাজনৈতীক মহল দীর্ঘদিন বেআইনিভাবে বালু উত্তোলন ও পাচারকে কেন্দ্রকরে গত ১৫ই জানুয়ারী ২০১৯ইং এলাকাবাসির সাথে ভয়াবহ সংঘাৎ ও দাঙ্গা সংঘঠিত হয়। প্রতিপক্ষ গ্রামবাসিরা ক্ষমতাশীন ইউনিয়ন পরিষদ চেয়াম্যানের এইরুপ বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাড়ালে উভয়ের মধ্যে ভয়াবহ দাঙ্গা ও গােলাগুলিতে ফরহাদ নগরবাসি যুবলীগ কর্মী মােঃ শহিদুল্লাহ(৩৩),পিতা-আমান উল্লাহ মিয়ার পূত্র গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরন ও আনুমানিক ১৪/১৫জন গুরুতর আহত হয়। এই অপৃত্তিকর নির্মম হত্যাকান্ডকে উভয়পক্ষ একে অপরকে দোষারােপ চালালে জেলা প্রশাসনের সিদ্ধান্তে সদর মডেল থানা পুলিশ,সরকার দলীয় চেয়ারম্যানকে সমর্থন জানিয়ে গত ১৬/০১/১৯ইং থানায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দীর্ঘ তদন্তের পর গত ৩০শে নভেম্বর ২০২০ইং আই/ও এস.আই. প্রদ্বীপ কুমার শাহা আরাে ৩জনকে সংযুক্তকরে মােট ১৭জনের বিরুদ্ধে আদালতে অভিযােগপত্র দাখিল করেন।এই মামলায় অভিযুক্তদের নাম/পরিচয় যথা-হাজতী ও পলাতক মােট ১৭জন আসামীর মধ্যে মাতামুহুরী গ্রামের ১। মামুন শরিফ (৩৫),পিং-জমাল শরিফ,২। রুবেল হাসান (২৪), পিং-জলিল মিয়া, ৩ মােঃজাকির (৩০),পিং-জসিম উদিদ্দন, ৪। নােমান ভুঞা(২৬),পিং-হাফিজ উদ্দিন ভুঞা। ফরহাদ নগরবাসি ৫।গিয়াস উদ্দিন (৩৪),পিং-শাহজাহান লস্কর,৬। মােঃ এনামুল হক (২৭),পিং-মােঃ মাহবুবুল হক,৭। নাইম চৌধুরী(২৮),পিং-মৃত বরকত উল্লাহ চৌধুরী,৮।সাইদুর আলম (২৭), পিং-মুক্তার আলী,৯। মােঃ তারিকুল(৩০),পিং-আজাদ হােসেন। ফাজিলপুর বাসি ১০। মােঃ রাব্বি মাসুদ (২৪),পিং-মােঃ গিয়াস মিয়া, ১১। আশিক রাসুল (২২),পিং-হুমায়ুন রাসুল ,১২।জাবির উদ্দিন (২৮),পিং-মৃত সিরাজ উদ্দিন,১৩। সুমন। পাটোয়ারী (৩৩),পিং-নজরুল পাটোয়ারী,১৪।মুসা খান(৪৪),পিং-মৃত দাউদ খান,১৫।ফজলে কাদের (৩৭),পিং-খায়রুল ইসলাম,১৬।সাব্বির আহমেদ সাজু(৪০),পিং-মতিউর রহমান,১৭।ইমরাস শেখ (৩২) পিং-শেখ জয়নাল। প্রতিনিধি অভিযােগের সূত্রধরে অভিযুক্ত আসামীদের আত্নিয়সজন/পাড়া প্রতিবেশিদের জিজ্ঞাসাবাদে জানতে পারে যে-এই অপরাধটি সরকার প্রভাবশালী ২টি গ্রুপের মধ্যে দীর্ঘদিন চলমান। কিন্তু দাঙ্গা ও গােলাগুলি চলাকালিন প্রকৃত অপরাধীদের নাম পরিচয় অভিযােগপত্রে উল্লেখ নাই,বরঞ্চ অজ্ঞাত ও নিরিহ বিরােধী দলীয় নেতাকর্মীকে অভিযুক্তকরে অমানবিক পরিস্থিতি সৃষ্টি করেছে বলে তাহারা দাবী করছে। মামলার আই/ও এবং থানার ওসিকে এ বিষয় জিজ্ঞাসা করলে তাহারা বিচক্ষনতার সাথে তদন্তের সাজানাে মানচিত্র সম্পূর্ন অভিযুক্তদের উপর চাপিয়ে দিয়ে বিজ্ঞ আদালতের ন্যায় বিচারের প্রতি আস্থা রাখার অভিমত ব্যাক্ত করেন। আদালতের মাধ্যমে আরাে জানাযায় যে-মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য সকল প্রক্রিয়া চলমান আছে কিন্তু চলমান মহামাড়ি করােনার পরিস্থিতিতে সাময়িক স্থগিত রাখা হয়েছে এবং পলাতক ৯জন আসামীর বিরুদ্ধে গ্রেফতারী ওয়ারেন্ট জারি হয়েছে।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ
© All rights reserved © 2020 shomoyeralo24
Site Customized By NewsTech.Com