আবু হানিফ
ফেনী সদর মডেল থানা নিয়ন্ত্রনাধীন গজারিয়াকান্দি গ্রামে কাতার প্রবাসী দেলােয়ার হােসেনের পূত্র ৮ম শ্রেনীর স্কুল ছাত্র মােশারফ হােসেন সজীব(১৪) দূর্বৃত্তরা চাদা দাবীতে অপহরন ও হত্যার অভিযােগটি এলাকায় চরম চাঞ্চলের সৃষ্টি ঘটায়। এই নির্মম হত্যাকে কেন্দ্রকরে এলাকাবাসির মাধ্যমে জানা যায় যে-গত ২৬/০১/১৯ইং সন্ধায় সজীব তাহার দুই বন্ধু শামিম ও তাসলিমের সাথে শর্শদি বাজার থেকে বাড়ী ফেরার সময় চাদাবাজ সন্ত্রাসীরা সজীবকে অপহরন করে এবং ২জন সঙ্গিকে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দিলে তাহারা ভয়ে বিষয়টি সম্পূর্ণ গােপন রাখে। সজীবের মা নাজমা বেগম পূত্রের নিখােজের সংবাদ পরদিন থানায় অভিযােগ করলে বিষয়টি পিবিআই সুক্ষ অনুসন্ধানে সজীবের বন্ধুর জবানবন্দি অনুসারে সফিয়াবাদ গ্রামে মূরগী খামারী মােঃ মানিক হুজুরকে গ্রেফতার ও স্বীকার উক্তি মােতাবেক গত ৪/০২/১৯ইং সকালে ফার্মে মাটি খুড়ে সজীবের মৃত দেহ উদ্ধার করেন। মামলাটি দীর্ঘ তদন্তেরপর আই/ও গত ৫/১১/১৯ইং আদালতে মােট ৪জনের বিরুদ্ধে অভিযােগপত্র দাখিল করেন এবং অভিযুক্তরা হলাে-১। মােঃ মানিক হুজুর (৪৫),পিং-মৃত জহির উদ্দিন,সাং-সফিয়াবাদ, মূরগী খামার মালিক ও যুবলীগ নেতা ,২। সাদ্দাম হােসেন (২৫),পিং-আইউব খান,সাং-নােয়াবাদ,ছাত্রলীগ নেতা,৩। শওকত মিয়া(২৩),পিং-তারেক মিয়া, সাং-সফিয়াবদ,খামার কর্মী, ৪।শরিফ আহমদ(২০),পিং-নজরুল আহমদ,সাং-ঐ,পেশা-ঐ। মামলার তদন্ত কর্মকর্তা এস.আই.সৌরভকে জিজ্ঞাসাবাদে জনাযায় যে-সজীবের পিতা প্রবাসী ও সম্পদশালী বিধায় আসামীরা পরিকল্পীত চাদা আদায়ে লক্ষে সজীবকে সেই রাতে অপহরন করে ।কিন্তু আসামীরা মুক্তিপন দাবীর পূর্বেই ভিকটিম পালানাের সময় দূর্ঘটনাজনক খামারের পিছে বৈদ্যাতিক তারে পেচিয়ে ঘটনা স্থলে মৃত্যুবরন করাতে আসামীরা সেইরাতে মৃতদেহ খামারে নিচে পুতেরাখে। প্রতিনিধি ভিকটিম পরিবারে যােগাযােগে জানতে পারে যে-সন্ত্রাসীরা রাজনৈতীক ক্ষমতার জোরে তাহাদের কাছে মােটা অঙ্কের চাদাঁদাবী এবং না দিলে গুরুতর ক্ষতী সাধনের হুমকি ধামকি দিয়ে আসছিল-বিধায় তাহাদের বিশ্বাস যে-অপহরন কারীরা ইচ্ছাকৃত সজীবকে হত্যা করেছে। কিন্তু ময়না তদন্ত রিপাের্ট অনুসারে ভিকটিম সজীবের মৃত্যু বিদ্যুৎ স্পর্ষর কারনে ঘটিয়াছে বলিয়া প্রতিয়মান হয়। বর্তমানে মামলাটি আদালতে চলমান আছে।
Leave a Reply