আল আমিন
গত ১১মে ২০১৮ইং রাতে সােনাগাজী উপজেলায় সুজাপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু পরিবারে উপর দুর্বৃত্তরা নির্মম হামলা চালায় এবং কুমােদ চন্দ্র দাসের বাড়ীতে ভাঙ্গচুড়, লুটপাট ও অগ্নিসংযােগসহ পার্শবর্তি মন্দিরের প্রতিমা ভাঙ্গচুর এবং প্রতিবেশীর বেশ কিছু গৃহপালিত গবাদী পশু জোরদবস্থ নিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে উল্লেখ্য যে-সােনাগাজী ৭নং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের পূত্র মােঃ গিয়াস উদ্দিন (৩৫)এলাকার যুবলীগ নেতাকে গত ১০/০৫/১৮ইং। রাতে দুর্বৃত্তরা নির্মম ভাবে কুপিয়ে হত্যাকরে ফলে সন্দেহ করা যাচ্ছে যে, এলাকার সংখ্যালঘুদের সাথে ভিকটিমের সম্পত্তি সংক্রান্ত দীর্ঘ শত্রুতার জের হিসাবে গিয়াস উদ্দিনকে পরিকল্পীত হত্যা করা হয়েছে বিধায় প্রতিপক্ষ চেয়ারম্যানের সমর্থকরা সংখ্যালঘুদের উপর এই বর্বরচীত আক্রমন চালায়। এ বিষয় এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার জীবনের নিরাপত্তা জনিত কারনে এলাকা ত্যাগ করে অন্যত্র আত্নগােপনে আছে এবং অবস্থানরত হিন্দু পরিবারদের জিজ্ঞাসাবাদে তাহারা অত্যন্ত ভীতগ্রস্থ অবস্থায় কাহারাে সঠিক নাম পরিচয় বর্ননা করতে অনিচ্ছুক। প্রতিনিধি সােনাগাজী থানায় এবিষয় জানার জন্য যােগাযােগ করলে কর্তব্যরত অফিসার এই ঘটনাটির বিষয় সম্পূর্ন অস্বীকার করেন এবং আইন প্রশাসন এইরুপ ঘটনার বিষয় এখনাে পর্যন্ত কোন সংবাদ বা তথ্য পায় নাই। তবে ভিকটিমরা থানায় অভিযােগ জানালে প্রশাসন অবশ্যই আইনিব্যবস্থা গ্রহন করবেন বলে অবহিত করেছেন।
Leave a Reply