৩ জুলাই ২০২১ খুলনায় করোনা হাসপাাতালের রোগীর চাপ সামাল দিতে শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতারে আজ শনিবার ৪৫ বেড নিয়ে চালু হয়েছে করোনা ইউনিট । ১ম দিনেই ১০টি আইসিইউ বেড সহ ৪৬ জন রোগী ভর্তি হয়েছে । আজ সকাল ১০টায় শ্রমও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ভ্যার্চুয়াল প্লাটর্ফম জুম মিটিং এর মাধ্যমে এই করোনা ইউনিট উদ্ধোধন করেন । শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচলক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ ও আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ও করোনা ইউনিটের মুখপাত্র ডা: প্রকাশ চন্দ্র দেবনাথ এ সময় উপস্থিত ছিলেন । খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর সংবাদ পেয়ে আজ ভোর থেকে খুলনা সহ বিভিন্ন জেলার রোগীরা আসতে থাকে । রোগী ও তাদের আত্মীয় স্বজনরা হাসপাতারের সামনে ও বারান্দায় অপেক্ষা করতে থাকে । দুপুর ১২টার পর থেকে করোনা ইউনিটে রোগী ভর্তি শুরু হয় । উল্লেখ্য , গত ২৯ জুন স্বাস্থ্য অধিদপ্তরের এক পত্রের মাধ্যমে ২৫০ শয্যা বিশিষ্ট শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে করোনা ইউনিট চালুর নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মোতাবেক গত ৩০ জুন সকালে হাসপাতালের সভা কক্ষে বিভাগীয় প্রধানদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালের উত্তর পাশের জরুরী বিভাগ সংলগ্ন প্লাস্টিক অ্যান্ড বার্ন ইউনিটের ২০টি এবং ফিজিক্যাল মেডিসিনি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে ১৫টি বেড স্থাপন কার্যক্রম শুরু হয়। ওই ৩৫টি বেড ছাড়াও চতুর্থ তলার আইসিইউ বিভাগের ১০টি বেডও করোনার রোগীদের জন্য প্রস্তুত করা হয়। আইসিইউর ১০টিসহ মোট ৪৫টি বেডে রোগী ভর্তি করা হবে। নিচ তলা থেকে রোগীদের চতুর্থ তলার আইসিইউতে নেওয়ার জন্যও ব্যবহার করা হবে পৃথক লিফট। । বাবুল আকতার খুলনা।
Leave a Reply