শাহরিয়ার মাসুম
সাভারে বরিশাল নার্সারীর মালিক প্রফেসর মােঃ হাবিব সাহেবের পূত্র বিভিন্ন সমাজ কল্যান ও মানবাধীর প্রতিষ্ঠানের সম্মানীত সদস্য মােঃ সাইফুর রহমান গত ৬ই অক্টোবর ২০১৯ইং সন্ধায় মাগরিবের নামাজের সময় নির্জন উপজেলা সড়কে তাহার ৩ বছর বয়সি শিশু পুত্র আরিয়ানকে নিয়ে মটোর সাইকেলে বাজার থেকে বাসায় ফেরার সময় সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে পরিকল্পীত হামলা চালায়। আনুমানিক ৬/৭জন মুখােশধারী সন্ত্রাসীদের বর্বরচীত হামলায় মােঃসাইফুর মটোর সাইকেল নিয়ে রাস্তার পাশে উল্টেপড়ে এবং শিশু আরিয়ান মটোর সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়লে তাহার হাত ভেঙ্গেযায়। এমতাবস্থায় দূর্বৃত্তদের নির্মম নির্যাতনে সাইফুর ও শিশুর চিৎকারে রাস্তা পাশ্ববর্তী গৃহের লােকজন ঘটনাস্থলে ছুটে আসলে দূর্বৃত্তরা ২/৩টি মােটর বাইকে দ্রুত পালিয়ে যায়। তারপর এলাকাবাসি গুরুতর আহত অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সরকারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। এই বর্বরচীত ঘটনার বিষয় প্রতিনিধি অনুসন্ধানে জানতে পারেন যে-এলাকায় রাজনৈতীক প্রভাবশালী ভূমিদস্যু মহলের সাথে ভিকটিম পরিবারে নার্সারী জায়গায় পৌরসভার পানির পাম্প স্থাপনা নিয়ে বিরােধ সৃষ্টি থেকে মামলা মুকাদ্দমা চলমান আছে। উপরন্ত পৌরসভার কিছু সার্থলােভী প্রভাবশালী ভূমি দস্যু চক্র উন্নয়নের নামে সংখ্যালঘু ও নিরিহ বাসিন্দাদের পৈতৃক ভুমি সম্পত্তি জালিয়াতী প্রক্রিয়ায় জোর ভােগদখল করছে বিধায় মােঃ সাইফুরের নেতৃত্বে এলাকাবাসী ও সংখ্যালঘুরা তাহাদের প্রতিহত ও আইনি ব্যবস্থা গ্রহন করাতে এই হামলার উৎপত্তি হয়। এই বর্বর ঘটনার প্রেক্ষিতে প্রতিনিধি এলাকাবাসি ও থানায় যােগাযােগে জানতে পারেন যে-ভিকটিমের স্ত্রী বাদী হয়ে সেই সন্ধায় সন্দেহভাজন পৌর মেয়রের শ্যালক জাকির হােসেনসহ ৫/৬জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরােধী আইনে মামলা দায়ের করেছে এবং আইন সংস্থা গুরুত্বসহ বিষয়টি পরিচালােনা করছেন তবে এখনাে কোন আসামীকে গ্রেফতার করতে পারেন নাই।
Leave a Reply