আসাদুজ্জামান
ঢাকা কেরানীগঞ্জ উপজেলা শাক্তা ইউনিয়নের চেয়ারম্যান সমর্থীত কিছু ভুমিদস্যু সন্ত্রাসী রাজনৈতীক ক্ষমতার প্রভাবে শিকারীটোলা গ্রামের বাসিন্দা মৃত শ্রী ঢালু চন্দ্র মােদকের পূত্র সুবল চন্দ্র মােদকের উপর বিভিন্ন ভাবে নির্যাতন ও মিথ্যা ষড়যন্ত্র মামলায় জড়িয়ে স্বদেশ ত্যাগে বাধ্যকরে। যাহার ফলে সন্ত্রাসীরা জালি দলিলপত্র দ্বারা সুবলের অবর্তমানে পৈতৃক গৃহ সম্পত্তি জোর ভােগ দখল করাতে একই গ্রামের বাসিন্দা ও সুবল চন্দ্রর শশুড় শ্রী গৌরাঙ্গ চন্দ্র মােদক সম্পত্তি দেখাশােনার দায়িত্ব নিয়ােজীত থাকায় তিনি সন্ত্রাসীদের বাধা দেয়। ফলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে শ্রী গৌরাঙ্গর গৃহে হামলা ও পরিবার সদস্যদের নির্মম নির্যাতনসহ আসবাবপত্র ভাঙ্গচুড়/লুটপাট ইত্যাদি বর্বরতা চালায়। ঘটনার প্রত্যক্ষদর্শীর মাধ্যমে জানাযায় যে-সন্ত্রাসীরা চেয়ারম্যানের দলীয় ক্ষমতার জোরে এলাকায় নিরিহ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন প্রক্রিয়ায় জুলুম অত্যাচার চালিয়ে ও মিথ্যা জাল দলিল পত্রর দ্বারা সম্পত্তি জোর দখলসহ ভয়াবহ নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজমান রেখেছে। উপরন্ত তাহারা সরকারী দলীয় সমর্থক ও নেতাকর্মীর হওয়াতে তাহাদের বিরুদ্ধে থানা পুলিশ বা আইন আদালতে অভিযােগ জানিয়েও কোন প্রতিকার পাওয়া যাচ্ছে না বরঞ্চ শক্রতা ও নির্যাতন আরাে বৃদ্ধি পাচ্ছে। আমাদের প্রতিনিধি ভিকটিম পরিবারে যােগাযােগে জানতে পারেন গত ২রা জুন ২০২১ইং রাতে সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্রের মূখে জোরপূর্বক গৃহে প্রবেশ ও গৌরাঙ্গ চন্দ্র(৭২)এবং পরিবার সদস্যদের নির্যাতনসহ গুরুতর আহত করে। সন্ত্রাসীদের বর্বরচীত নির্যাতনে বৃদ্ধ গৌরাঙ্গ গুরুতর অসুস্থ্য অবস্থায় বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন আছে। এই ঘটনার বিষয় ভিকটিম পরিবার পরদিন থানায় অভিযােগ করলে কর্তব্যরত অফিসার একটি সাধারন ডায়েরী রেকর্ড করেন কিন্তু এখনাে কোন আইন কার্যক্রম বা অপরাধীকে গ্রেফতার করেন নাই উপরন্ত দূর্বৃত্তরা বিভিন্ন ভাবে ভয়ভীতিকর হুমকি/ধামকি দিচ্ছে বলে ভিকটিম পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। প্রতিনিধি কেরানীগঞ্জ থানায় যােগাযােগে জানতে পারেন যে-পুলিশ ফোর্স তাহাদের নৈতীক দায়িত্বে নিয়ােজীত আছেন এবং অতিদ্রুত অপরাধীদের আইনের অধিনে গ্রেফতার ও উপযুক্ত ব্যবস্থা গ্রহনে কোন ত্রুটি হবে না।
Leave a Reply