আসাদুজ্জামান নুর
আজ আগারগাঁওয়ে বিনিয়ােগ ভবন অডিটোরিয়ামে বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযােগিতা-২০২১ এর সংবাদ সম্মেলনে আয়ােজন করা হয়। এ সময় প্রতিযােগিতার লােগাে উন্মােচন করা হয়। দেশের তরুণ সমাজকে দক্ষতা প্রশিক্ষণে উদ্বুদ্ধ করা, দক্ষতার মাধ্যমে মানব সম্পদ উন্নয়নের কাজকে গতিশীল করা বিভিন্ন দেশের সাথে দক্ষতা উন্নয়নের সেতুবন্ধন তৈরি করা এবং ভবিষ্যতে নতুন নতুন কর্ম সংস্থানের সুযোগ করার লক্ষে দেশব্যাপী এ প্রতিযােগিতা আয়ােজন করা হয়েছে। বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৬৬ জন প্রতিযােগী চূড়ান্ত পর্বে অংশ গ্রহণ করবেন। চূড়ান্ত পর্বের জয়ীদের মধ্যে যাঁরা কাঙ্ক্ষিত স্কোর অর্জন করবেন তারা আগামী বছরের অক্টোবর মাসে চীনের সাংহাইতে অনুষ্ঠিতব্য ৪৬তম ওয়ার্ল্ড স্কিলস কাপিটশন ২০২২ এ অংশগ্রহণের সুযােগ পাবেন। পরবর্তীতে, চূড়ান্ত পর্বের বিজয়ীদের নিয়ে ছয় মাসব্যাপী গ্রুমিং সেশন অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্টানের সভাপতিত্ত করেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা। আরো উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্মসচিব ও সদস্য (নিবন্ধন ও সদায়ন), মাে. নুরুল আমিন এবং যুগ্মসচিব ও সদস্য (প্রশাসন ও অর্থ), ড. মাে. জিয়াউদ্দিন সহ আরো অনেকে।
অনুষ্ঠানে জানানাে হয় , এই বছরের সেপ্টেম্বর মাসে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে শুরু হয় এবারের প্রতিযােগিতা। এ বিষয়ে দেশের ৮টি বিভাগের পলিটেকনিক ইনষ্টিটিউট, টেকনিক্যাল স্কুল ও কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার,বিশ্ববিদ্যালয়, দক্ষতা প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, শিল্প দক্ষতা পরিষদ, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থায় পত্র প্রেরণ করা হয়। তাছাড়া ওয়েবসাইট, ফেইজবুক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং এসএমএস এর মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানাে হয়। প্রতিযােগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশের ১৭০৭ জন প্রতিযােগী অনলাইনে নিবন্ধন করেন।
গত ৩০ অক্টোবর ২০২১ তারিখে দেশের আটটি বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিযােগিতা শেষে ১৩ টি ট্রেডে বাছাইকৃত ৬৬ জন বিজয়ী জাতীয় পর্যায়ের বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযােগিতা ২০২১-এ অংশগ্রহণের সুযােগ পাচ্ছেন।
বঙ্গবন্ধু জাতীয় দক্ষতা প্রতিযােগীতা-২০২১ এর ট্রেডগুলাে হলাে: কন্সট্রাকশন এন্ড বিল্ডিং টেকনােলজি বিভাগে পেইন্টিং অ্যান্ড ডেকোরেটিং এবং প্ল্যাস্টারিং অ্যান্ড ড্রাই ওয়াল সিস্টেম; আইসিটি বিভাগে আইটি নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ওয়েব টেকনােলজিস, ক্লাউড কম্পিউটিং এবং সাইবার সিকিউরিটি; ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেকনােলজি বিভাগে ওয়েল্ডিং; এবং সােস্যাল অ্যান্ড পার্সোনাল সার্ভিস বিভাগে বেকারি, কুকিং, পেস্ট্রি অ্যান্ড কনফেকশনারি এবং রেস্টুরেন্ট সার্ভিস।।
.
Leave a Reply