মােহাম্মদপুর “এফ” ব্লক ফ্ল্যাট মালিক কল্যান সমিতি কর্তৃক শান্তিপূর্ণ মানববন্ধন এর আয়ােজন করা হয়। আজ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের আওয়তাধীন মােহাম্মদপুর “এফ” ব্লকে নির্মিত ফ্ল্যাট সমূহের বাস্তব দখলের জন্য মহামান্য হাইকোর্টের আদেশ বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করেন
এই সময় উপস্থিত ছিলেন-মােহাম্মদপুর “এফ” ব্লক ফ্ল্যাট মালিক কল্যান সমিতি সভাপতি মােঃ সিদ্দিকুর রহমান সেলিম। সাধারন সম্পাদক মােঃ জালাল উদ্দিন শেখএই সময় তারা নিম্ন বিষয় গুলোর উপড় ভিত্তি করে এই মানব বন্ধন করে তারা।
১। মহামান্য হাইকোর্ট ডিভিশনের ০১/১২/২০০০ইং তারিখের আদেশ মােতাবেক দ্রুত ফ্ল্যাটের দখল হস্তান্তর চাই।
২। মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের ০৮/০২/১৮ইং তারিখের আদেশ উপেক্ষা না করে দ্রুত বাস্তবায়ন চাই।
৩। ২৪ বছর অপেক্ষা করে প্লট, ফ্ল্যাট কিছুই পেলাম না, ফলে আমরা হতাশাগ্রস্ত এবং ইতি মধ্যে অনেকেই মৃত্যুবরণ করেছেন।
৪। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৭/৭/১৮ইং তারিখের সভার সিদ্ধান্ত ও নির্বাহী প্রকৌশলী ঢাকা ডিভিশন -২ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ২১/০৭/১৮ইং তারিখের আদেশ মােতাবেক দ্রুত ফ্লাটের দখল হস্তান্তর চাই।
৫। তৈরী ফ্ল্যাট খালি রেখে একদিকে ফ্ল্যাটের আয়ু ক্ষয় অন্যদিকে বরাদ্দ গ্রহিতাগণের প্রতি মাসে ৩০ (ত্রিশ) হাজার টাকা আর্থিক ক্ষতি হচ্ছে। ৬। তৈরী ফ্ল্যাট খালি রেখে বরাদ্দ গ্রাহকদের রাস্তায় রেখে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের খামখেয়ালিপনা বন্ধ করুন।
৭। স্বল্প ও মধ্যম আয়ের মানুষদের নিয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক এই ছিনিমিনি খেলা অবিলম্বে বন্ধ করা হউক।
Leave a Reply