আসাদুজ্জামান নুর
আজ ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ক্রিস্টাল বলরুম এ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী পরিকল্পনা মন্ত্রনালয় এম এ মান্নান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-রাজু আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মাশিউর রহমান রাঙ্গা এমপি, এফবিসিসিআই এর সভাপতি মােঃ জসিম উদ্দিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহামান্য রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অব ড. মাে. সারওয়ার হােসেন, এফাবাসাসআই এর পরিচালক ড. যশােদা জীবন দেবনাথ, ডেইলি অবজারভার এর পরিচালক মাে. কামাল উদ্দিন প্রমুখ।
এই অনুষ্ঠানে পুরষ্কার গ্রহণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মাে মহসিন, বিটিএমএ এর সভাপতি, মােহাম্মদ আলী খােকন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর সিইও, সুলতানা আফরােজ, এফএসআইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সৈয়দ ওয়াসেক মােঃ আলী, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, ইউনিভার্সেল। মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, ডা. আশিস কুমার চক্রবর্তী, উইম্যান এন্ড ই-কমার্স ফোরাম এর প্রেসিডেন্ট, নাসিমা আক্তার নিশা, সানমি গ্রুপ এর ব্যবস্থাপনা পরিচালক, সানজিদা পারভিন, ড. সুবর্ণা নওয়াদির, প্রিয়তা ইফতেখার, নানজীব খান, ডা. রাইয়াতুন তেহরিন, মুনা চৌধুরী, শবনম ইয়াসমিন বুবলী, ব্যারিস্টার ওমর এইচ খান জয় ও ব্যারিস্টার মিতি সানজানা, আফরান নিশাে, মীর সাব্বির, জান্নাতুল ফেরদৌস পিয়া, তানজীয়া জামান মিথিলা, তানজিন তিশা।
অনুষ্ঠানে দেশের সেরা ফ্যাশন আইকনদের উপস্থিতিতে জমকালাে ফ্যাশন শাে অনষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়ােজন করেছেন বাংলাদেশ আমেরিকান চেম্বার অব কমার্স (বিএসিসি) ও এমএন মাল্টিমিডিয়া, ইভেন্ট পার্টনার ড্রিম শােবিজ।।
Leave a Reply