শাহরিয়ার মাসুম
বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসােসিয়েশন হতে এবং ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে যৌথ ভাবে ঢাকা রংপুর ও দুরপাল্লার বাস সার্ভিস বন্ধের কারণে সাংবাদিক সম্মেলন করা হয়। আজ গাবতলি বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসােসিয়েশন এর নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়।
এতে উপস্থিত ছিলেন-বাংলাদেশ বাস ট্রাক ওনার্স এসোসিয়েশন এর চেয়ারম্যান বাবু রমেশ চন্দ্র ঘোষ। এবং ঢাকা জেলা যানবাহন শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আলহাজ্ব আব্বাস উদ্দিন। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসােসিয়েশন এর যুগ্ন সাধারন সম্পাদক শুভংকর ঘোষ রাকেশ সহ আরো অনেকে
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ণ রেজিঃ নং ১১৬৩ কর্তৃক রংপুর টু ঢাকা ও দুরপাল্লার সকল যাত্রী পরিবহন গাড়ী “বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসােসিয়েশন” বাংলাদেশ সড়ক পরিবহন যােগাযােগ ব্যবস্থায় দুরপাল্লায় এসি/ননএসি গাড়ী পরিচালনা করে আসছে যে, গত ০৪/০৪/২০২২ ইং বিকাল থেকে রংপুর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মােঃ আব্দুল মজিদ এর নির্দেশে সকল কোচ সাভির্সের ও শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধির অজুহাত দিয়ে দুরপাল্লার পরিবহনের গাড়ী বন্ধ করে দিয়ে বেশ কিছু কাউন্টার তালা বন্ধ করে রাখে। রংপুর জেলার মটর শ্রমিক ইউনিয়ণ এর সাধারন সম্পাদক এর এমন আচরন আমাদের ব্যথিত ও আহত করেছ।বর্তমান ডিজিটাল যুগে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে আব্দুল মজিদ এ রকম নেতারা পিছনের দিকে নিয়ে যাচ্ছে। তাঁর সমস্যা নিয়ে আমাদের সাথে আলােচনা করতে পারতাে তা না করে মধ্য যুগিও কায়দায় গাড়ী বন্ধ করে দিয়েছে। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে রংপুরের বিভিন্ন অঞ্চলের পরিবহন শ্রমিকরা এবং সাথে যাত্রী দুর্ভোগ আরও কঠিন পরিস্থিতে ফেলেছে। উল্লেখ্য ইতিপূর্বে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসােসিয়েশন গৃহীত যৌথ সিদ্ধান্ত মােতাবেক দেশ ব্যাপি দুরপাল্লার বাস কোচ স্টাফদের পূর্বের বেতনের সাথে ড্রাইভার, সুপারভাইজার, হেলপার একত্রে আরাে ১৫০+১০০+১০০ বর্ধিত ৩৫০/(তিন শত পঞ্চাশ) টাকা প্রদানের সিদ্ধান্ত হয়। সে মােতাবেক দেশব্যাপি সকল গাড়ীর ষ্টাফদের সুন্দর ভাবে বর্ধিত বেতন পরিশােধ করা হচ্ছে। রংপুর ঢাকা গামী রুটে গাড়ী চলাচলে শ্রমিক নেতা আব্দুল মজিদ এর হঠকারী সিদ্ধান্তের কারনে এই পবিত্র রমজান মাসে রংপুর থেকে বিভিন্ন গন্তব্যে চলাচলরত পরিবহন বন্ধ করে যাত্রীগনের মধ্যে চাপা ক্ষোভ সৃষ্টি করে। যদি ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা রংপুর ঢাকা ও দুরপাল্লার বাস/কোচ চালু না হয় প্রশাসনের মাধ্যমে চালু করার সবিনয় অনুরােধ করছি। যদি এই রুটে ৪৮ ঘণ্টার মধ্যে বাস/কোচ সার্ভিস চালু না করা হয় তাহলে রংপুর বিভাগের সকল বাস/কোচ বন্ধ রাখা হবে।
Leave a Reply