বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (বিবিএস) এর আওতায় জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর মূল তথ্যসংগ্রহ শুরুর প্রাক্কালে শুমারির সার্বিক বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণকে অবহিত করার লক্ষ্যে MEET THE PRESS অনুষ্ঠান এনইসি সম্মেলন কক্ষে (পরিকল্পনা কমিশন চত্বর, শেরেবাংলা নগর, ঢাকা) ১৪ জুন ২০২২ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এম. এ. মান্নান এমপি পরিকল্পনা মন্ত্রণালয়ের ।
মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি জনাব মােঃ দিলদার হােসেন, প্রকল্প পরিচালক, জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্প উক্ত অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সার্বিক বিষয়ে উপস্থাপনা প্রদান করেন। অতিথিবর্গ অনুষ্ঠানে জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সার্বিক বিষয়ে আলােচনা করেন এবং প্রশ্নোত্তর পর্বে গণনা ২০২২ এর ওপর সাংবাদিক ও সুশীল সমাজের বিভিন্ন জিজ্ঞাসার জবাব প্রদান করা হয়।
স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ দীর্ঘ পথ পরিক্রমায় বিভিন্ন চড়াই-উৎরাই পেরিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হচ্ছে। উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে চলছে এদেশ। বিশ্বের দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রােল মডেল। করােনা মহামারিতে বিপর্যস্ত বিশ্বের অর্থনীতির চাকা পুনরায় সচল করতে তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বর্তমান সরকারের বিভিন্ন
উদ্যোগ মানুষকে দেখিয়েছে নতুন স্বপ্ন, নতুন পথ, জুগিয়েছে প্রেরণা। সরকার ঘােষিত ডিজিটাল । বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখার পাশাপাশি যুগের চাহিদার সাথে তাল মিলিয়ে সময়ােপযােগী, নির্ভুল। তথ্য প্রদানের লক্ষ্যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাে (বিবিএস) এবারই প্রথম ডিজিটাল শুমারি’ পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।
জাতীয় ও স্থানীয় পর্যায়ে পরিকল্পনা প্রণয়নে নিয়ােজিত পরিকল্পনাবিদ, নীতি-নির্ধারক, সরকারিঅসরকারি গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযােগী সংস্থা, এনজিও এবং সর্বোপরি জনসাধারণের ব্যবহারের জন্য আর্থসামাজিক, জনতাত্ত্বিক, শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, জাতীয় হিসাব নিরূপণসহ বিভিন্ন ক্ষেত্রে নির্ভরযােগ্য তথ্যউপাত্ত সংগ্রহ, সংকলন ও প্রকাশের গুরুদায়িত্ব জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস নিয়মিতভাবে পালন করে আসছে। নিয়মিত এসকল কার্যক্রমের মধ্যে জনশুমারি ও গৃহগণনা অন্যতম।
পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী ‘আদমশুমারি’-কে ‘জনশুমারি হিসেবে অভিহিত করা হয়। জনশুমারি ও গৃহগণনা বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশেই পরিচালিত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যাপকভিত্তিক পরিসংখ্যানিক কার্যক্রম। স্বাধীন বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে, তখন দেশের মােট জনসংখ্যা ছিল ৭.১৫ কোটি। ২য় আদমশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৯৮১ সালে এবং মােট জনসংখ্যা ছিল ৮.৯৯ কোটি। পরবর্তীতে দশ বছর পর্যাবৃত্তি অনুসরণপূর্বক দেশের ৩য়, ৪র্থ ও ৫ম আদমশুমারি ও গৃহগণনা যথাক্রমে ১৯৯১, ২০০১, ও২০১১ সালে অনুষ্টিত হয়।
Leave a Reply