এই অ্যাওয়ার্ডস প্রােগ্রামে ৩টি মূল ক্যাটাগরির অধীনে ৩১টি সাব-ক্যাটাগরিতে যৌথভাবে। অভিজ্ঞ জডি প্যানেলের বিচার-বিবেচনা ও দর্শকদের ভােটে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের সম্মানিত করা হয়। তারকাবহুল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ও দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের বক্তব্যের মধ্য দিয়ে। মূল আয়ােজন শুরু হয়।। অনুষ্ঠানটির প্রথম অংশ উপস্থাপনা করেন সুনেরাহ বিনতে কামাল ও রাফসান শাবাব এবং শেষ অংশ উপস্থাপনা করেন ইয়াশ রােহান ও নাজিবা বাশার। সােহেল মন্ডল, শিরিন আক্তার। নীলা ও সাফা কবির মঞ্চে নৃত্য পরিবেশনা করেন এবং খৈয়াম সানু সন্ধি তার সুরের মূৰ্ছণায়। অতিথিদের মাতিয়ে রাখেন।। এ ছাড়া, আমিন ও আশিক তাদের হাস্যরসাত্মক কথায় অতিথিদের মাঝে হাস্যরসের উদ্রেক। করেন এবং বাপকা বেটা’ খ্যাত শুভাশীষ ভৌমিক তার ছেলে ঋতুরাজের সঙ্গে গান পরিবেশন। করেন। এর মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দেশবরেণ্য নির্মাতা। ননী ও কলাকশলীরা। আয়ােজনের সমাপনা হয় জালালি সেটের মনমুগ্ধকর পরিবেশনা। দিয়ে।।
টাগরির অধীনে ৩১টি সাব-ক্যাটাগরিতে বিজয়ীদের সম্পূর্ণ তালিকা পরবর্তী পৃষ্ঠায় দেওয়া হলাে।ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার গুটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১ডিজিটালাইজেশনের এই যুগে বিনােদন জগতে ‘ওটিটি প্ল্যাটফর্ম একটি নতুন সম্ভাবনা তৈরি। করেছে। বিকাশমান এই শিল্পের অগ্রযাত্রাকে বহমান রাখতে এবং ওভার-দ্য-উপ (ওটিটি) ও অন্যান্য ডিজিটাল প্লাটফর্মের সঙ্গে জড়িত শিল্পী, কনটেন্ট নির্মাতা, উদ্ভাবক ও কলাকুশলীদের অবদানকে স্বীকৃতি জানাতে ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে আয়ােজিত হয়েছে অ্যাওয়ার্ডস প্রােগ্রাম ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার গুটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১’। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড
Leave a Reply