আমাদের প্রতিনিধির সংবাদঃ-
গতকাল ১৩ সেপ্টেম্বার ২০২১ ইং শান্তিনগর বাজার রোডে রাত আনুমানিক ১০.০০ ঘটিকায় ৩ জন দূর্বৃত্তের অতর্কিত আক্রমনে ওমর ফারুক (২১) নামে এক যুবক গুরুতর আহত হয়। ঘটনা প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে ও ভিডিও ফুটেজে প্রতিয়মান হয়-ভিক্টিম উক্ত সময় মেসার্স মাসুদ জেনারেল ষ্টোরে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে যায়। কিন্তু দূর্বৃত্তরা তাহাকে পূর্বে থেকে অনুসরন করে ঘটনা স্থলে উপস্থিত হয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে অতর্কিত বিএনপি রাজাকারের বাচ্চা ইত্যাদি অকথ্য ভাষায় বকাবাজী করে ধারালো হাতিয়ার দ্বারা আঘাত করলে ভিক্টিম গুরুতর আহত হয়।উপস্থিত লোকজন ও দোকানদাররা জড়ো হতে থাকায় ও তাহাদের প্রতিহতের চেষ্টা করলে দূর্বৃত্তরা পরে দেখে নেবে বলে ঘটনাস্খল ত্যাগ করে।
অতপর রক্তাক্ত ও অর্ধজ্ঞান অবস্থায় ভিক্টিমকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং আমাদের সংবাদ প্রতিনিধি হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসারত ভিকটিমের সাথে যোগাযোগ করার চেষ্টা চালিয়ে ডাক্তারদের বাধার সম্মূখীন হয়। প্রতিনিধি কর্মরত ডাক্তারকে রুগীর শারীরিক অবস্থার বিষয় জিজ্ঞাসা করলে জানতে পারেন যে-মুখে ও শরীরের অন্যান্য স্থানে ধারালো বস্তু দ্বারা জখম ও রক্তক্ষরনের ফলে রুগী বিশেষ পরিচর্যা ইউনিটে চিকিৎসকদের নজরদারীতে আছেন।
উক্ত জখমের বিষয় সরেজমিনে জানতে চাইলে প্রাথমিক ভাবে দূর্বৃত্তের হামলা হিসাবে আখ্যায়িত করা হয়। উপরন্ত ভিক্টিমের পরিচয় নিশ্চিত হতে গিয়ে জানা যায়- ওমর ফারুক হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র এবং বিএনপির ছাত্র সংগঠন “ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক” হিসেবে রাজনীতিতে অত্যন্ত স্বক্রীয়। বিধায় প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে বলে সরেজমিনে জানা যায়।কিন্তু এই সংবাদ প্রকাশিত হওয়ার পূর্ব পর্যন্ত আইন প্রয়োগকারী সংস্থার কোন লোকজন ভিক্টিমকে দেখতে এসেছে বলে জানা যায়নি এবং এই ব্যপারে এখনও থানায় মামলা দায়ের করা হয় নাই বলে ভিক্টিমের অবিভাবকগন নিশ্চিত করেন।
Leave a Reply