আমাদের প্রতিনিধি-
ঢাকা সাভার পুলিশ গত ১৩ মার্চ ২০২২ইং রবিবার রাতে সাভার উপজেলা রেডিও কোলনী বাসিন্দা মোঃ শফিউল্লাহ মজুমদারের বাড়ীর কেয়ারটেকার আব্দুর রহমান (৫৩), পিং-মৃত মালেক রহমান, সাং-পরশুরাম, ফেনীর বাসিন্দর রক্তাত্ত্ব মৃতদেহ গৃহের সিড়ির নীচ ইলেকট্রিক মিটার রুম থেকে উদ্ধার করেন। এই হত্যার বিষয় গৃহ উপস্থিত বাড়ীওয়ালী আলেয়া আক্তারকে জিজ্ঞাসা করলে তিনি অত্যন্ত ভীতগ্রস্থ্য হয়ে জানায় যে-৪/৫জন মাস্ক পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী রাত আনুমানিক ৯.০০/৯.৩০ঘটিকায় গৃহে হামলা চালায়। সন্ত্রাসীরা তাহাকে একাপেয়ে চোখ মুখ হাত বেধে বাথরুমে আটকে রেখে গৃহের নির্মান সামগ্রী রড, সিমেন্ট,কাঠেরদর্জসহ ইত্যাদি মূল্যবান বিভিন্ন মালামাল ডাকাতি করে ট্রাকে তুলে নিয়ে যায় কিন্তু কেয়ার টেকার হত্যাকান্ড ঘটনা নিজচোখে দেখে নাই বলে দাবী করে। প্রতিনিধি প্রতিবেশীদের জিজ্ঞাসা করলে তাহারাও এই হত্যার বিষয় সঠিক কোন তথ্য পুলিশকে জানাতে পারে নাই। উপরন্ত এই হত্যার দিন থেকে গৃহের মালিক ও প্রবাসি পূত্র আরাফে জাওয়াদ এখনো গৃহে ফেরে নাই বা নিরুদ্দেশ থাকার কারনে পুলিশ ফোর্স ধারনা করছেন-কেয়ার টেকার নিশ্চই কোন গুরুতর অপরাধ ঘটানোর কারনে এই হত্যা সংঘঠিত হয়েছে বিধায় তাহারা দুজনে আত্মগোপনে আছেন। কিন্তু বাড়িওয়ালী পুলিশের ধারনা সম্পূর্ন ভুল দাবী করেন যে এলাকায় আতিক নামে কুখ্যাত সন্ত্রাসীর দলবল এই ডাকাতি ও নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে এবং ক্রন্দনরত আরো অবগত করেন যে-আইন সংস্থার পরিচয়ধারী ব্যক্তিরা স্বামী ও পুত্রকে জঙ্গিবাদ চিহ্নিত করে গৃহ থেকে ধরে নিয়ে দীর্ঘদিন যাবৎ কোথায় গুম বা আটকে রেখেছে এ বিষয় তিনি কিছুই জানেন না এবং প্রমাণ সরুপ থানায় দারেয়কৃত গত ১৬/১২/২১ইং জিডির কপি প্রদর্শন করেন। অতপর থানার ডিউটি অফিসার নিশ্চিত করেন যে-ময়না তদন্ত রিপোর্ট অনুসারে ভিকটিমকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের দ্বারা হত্যাকরা হয় এবং হত্যার আলামত আসামীরা গায়েব করেছে। সাভার থানা পুলিশ ডিএমসি হাসপাতাল থেকে হত্যার ময়না তদন্ত রিপোর্ট অদ্য ১৫ই মার্চ মঙ্গলবার সকালে প্রাপ্তহয়ে বাড়ীর মালিক শফিউল্লাহ মজুমদার ও পূত্র আরাফে জাওয়াদকে সন্দেহাতীত আসামী করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা রুজু করেছে এবং আসামীদের গ্রেফতার প্রক্রিয়া চলমান আছে। বাড়িওয়ালীর অভিযোগ অনুসারে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদে জানাযায় যে-রাতে প্রায় নির্মান সামগ্রী নিয়ে ট্রাক ও বিভিন্ন যানবাহন চলাচল করছে কিন্তু ডাকাতির বিষয় তাহারা কোন কিছুই দেখে নাই/জানেনা ।
Leave a Reply