আমাদের চাদঁপুর সংবাদ দাতাঃ গত ৪ঠা ডিসেম্বর শুক্রবার ২০২০ইং বিকালে আসন্য চাদঁপুর হাজীগঞ্জ উপজেলা-পৌরসভা নির্বাচন কেন্দ্রীক বাজারস্থ থানা স্বাস্থ্য কেন্দ্র রাস্তায় বিভিন্ন রাজনৈতীক দলীয় মনোনীত মেয়র প্রার্থীদের প্রচারনা চলাকালিন সময় বিএনপির মনোনীত প্রার্থীর মিছিল সমাবেশে আওয়ামীলীগের সমর্থকদের হামলায় ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়।উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘাত/দাঙ্গা চলাকালিন উগ্রপন্থীদের হামলায় সদর আওয়ামী যুবলীগের কর্মি সোহেল আহমেদসহ ১২/১৪জন নেতাকর্মি ও সাধারন পেশাদারীরা গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসারত আছে।চিকিৎসা চলাকালিন গুরুতর আহত সোহেল আহমেদ(২৯),পিং-মুছা আহমেদ, পেশা-হকার,সাং-সদর ফেরীঘাট নিবাসী মস্তিস্কে অতিরিক্ত রক্ত ক্ষরনে রাত আনুমানিক ২১.৪৫ ঘটিকায় মৃত্যু বরন করে।এই হত্যাকান্ড ঘটনাটি সুপরিকল্পীত রাজনৈতীক প্রতিহিংশা দাবীকরে রাষ্ট্র পক্ষে হাজীগঞ্জ থানার ও/সি বাদীহয়ে পরদিন স্বাক্ষি প্রমানের ভিত্তিতে ১০জনকে অপরাধী চিহ্নিত করে মামলা দায়ের করেন।পুলিশের প্রাথমিক তথ্য মোতাবেক আসামিদের পরিচয় জানাযায় ১।ফজলুল কাদের(৩৭),পিং-মোঃ মোকারম মিয়া,যুবদলনেতা,২।সাইদ আহমেদ মজুমদার(৩২),পিং-মোঃনুর হোসেন মজুমদার,ছাত্রদল সদস্য,৩।ইমরান খালিদ(২৪), পিং-ডাঃসাফায়েত হোসেন,ছাত্রদল সদস্য,৪।সাজ্জাদ আলম(৩৪),পিং-হাকিমউদ্দিন যুদল সদস্য, ৫।এনামুল ইনু(২৯),পিং-আব্দুল মতিন,শিবির কর্মি,৬।মোঃ ফিরোজ(৩৩)পিং-আব্দুল আজিজ, কৃষকদল নেতা,৭।হেমায়েত উল্লাহ(৪২),পিং-হাজী ওসমান মিয়া,জামায়েত নেতা,৮।মোঃ তোফায়েল (৪০), পিং-মৃত সুরুজ আলী,কৃষকদল নেতা,৯।মৌঃ জামাল উদ্দিন(৪৫), পিং-মৃত মোঃমাজাহারুল, জামায়েত নেতা,১০। তাজুল হক তাজু(৩২),পিং-ফরিদুল হক,শিবির নেতাগন সকলে হাজীগঞ্জ থানা নিয়ন্ত্রাধীন স্থায়ি বাসিন্দা। প্রতিনিধি আসামী পরিবারে যোগাযোগে জানতে পারে-দাঙ্গা চলাকালিন আসামীরা নিজেদের আত্বরক্ষার্থে প্রতিহতর সময় দূর্ঘটনা জনক ভিকটিম সোহেল আহত হয়ে চিকিৎসারত মৃত্যু ঘটে,তবে দাবীকরেন কে বা কাহার হাতিয়ারের আঘাতে মৃত্য হয়েছে বিষয়টি সর্ম্পূন অনিশ্চিত। থানার তথ্য মোতাবেক এখনো কোন আসামীকে পুলিশ গ্রেফতার করতে পারে নাই এবং গ্রেফতারী তৎপড়তা চলমান আছে। অতপর মামলাটি তদন্তভার পিবিআইকে অপর্নকরা হয়েছে বলে থানার ও/সি সাহেব প্রতিনিধিকে নিশ্চিত করেন এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস ব্যক্ত করেন।
Leave a Reply