আমাদের টঙ্গী প্রতিনিধি-
অদ্য রোজ বুধবার ১৬ই ফেব্রুয়ারী ২০২২ইং ভোরে টঙ্গী পূর্ব থানার পুলিশ ফোর্স আউচপাড়া আবাসিক এলাকায় জনাব মাহমুদুল হাসান,বিএনপি নেতার বাড়ী নং-১১, ফ্লাট ৩/এ, রোড নং-৫, ভবনে অভিযান চালিয়ে আনুমানিক (২০০০পিস) ইয়াবা, ১৮টি বিদেশী মদসহ প্লাস্টিকে মোড়ানো গুলি ভর্তি দেশীয় আগ্নে অস্ত্র ও ধারালো হাতিয়ার জব্দ করতে সক্ষম হয় কিন্তু অভিযানে কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয় নাই। সংবাদিক অভিযান কর্মকর্তা এস.আই.মোঃ জুয়েলের মাধ্যমে অবগত হয় যে-পুলিশ বিশ্বস্থ সূত্রে মাদক ও অস্ত্র সংক্রান্ত তথ্য জানার পর প্রতিনিয়ত গৃহের উপর নজরদারী করতে থাকে এবং তথ্যের বিষয় নিশ্চিত হয়ে অদ্য ভোরে পুলিশ গৃহে অভিযান চালায়।
কিন্তু পুলিশের আগমন টের পেয়ে গৃহের সবাই পূর্বেই আত্নগোপন করাতে পুলিশ কর্মকর্তা বাধ্য হয়ে তালা বিশেষজ্ঞ দ্বারা দর্জা খুলে সর্বত্র তল্লাসির মাধ্যমে ঐ সকল বেআইনি মাদক ও অস্ত্র জব্দ করেন। একপর্যয় সংবাদ প্রতিনিধি বাড়ীর পার্শ্ববর্তি লোকজনকে জিজ্ঞাসাবাদে জানতে পারেন যে-পুলিশ ফোর্স প্রায় মাহমুদুল সাহেবকে গ্রেফতার করতে এই ফ্লাটে হামলা চালিয়ে আসছে। প্রতিবেশী আরো নিশ্চিত করেন গতসন্ধায় পুলিশ ফোর্সে সাথে মাহমুদুলের স্ত্রী ও পূত্রের চরম বাকবিতন্ডহ হওয়াতে পুলিশ অফিসার মা ছেলেকে বর্বরোচিত নির্যাতন চালায়।
ফলে তাহারা রক্তাত্ত গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পর এখন পর্যন্ত তাহাদের দেখা পাওয়া যায় নাই। প্রতিবেশীরা নিশ্চিত ভাবে দাবী করেন-ফ্লাটের মালিক মাহমুদুল হাসান, রাজনীতির সাথে জড়িত এবং পেশাগত গার্মেন্টস ব্যবসায়ি বিধায় এই মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনাটি সম্পূর্ন রাজনৈতীক ষড়যন্ত্র মুলক। কিন্তু অভিযান কর্মকর্তা ও সহযোগী ফোর্স দাবী করেন যে-মাহমুদুল হাসান যদিও সামাজিক ভাবে বৈধ ব্যবসায় নিয়োজীত কিন্তু দীর্ঘদিন যাবৎ গোপনে অবৈধ মাদক ব্যবসা চালিয়ে কালো টাকা উপার্জন করে আছেন।
পুলিশ কর্মকর্তা আরো দাবী করেন যে-মূখ্য আসামী মাহমুদুল হাসান টঙ্গী পৌর এলাকায় ৪৭ নং ওয়ার্ডের বিএনপি যুবদলের সাংগঠনিক নেতা এবং তিনি ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসাবে তাহার বিরুদ্ধে গুরুতর দন্ডনিয় অপরাধে একাধীক মামলার অভিযোগ থানা ও আদালতে চলমান আছে। প্রতিনিধি থানায় যোগাযোগে নিশ্চিত হয় যে-বেআইনি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারের পর পুলিশ বাহিনী বাদী হয়ে টুঙ্গী পূর্ব থানায় মাহামুদুল হাসানসহ পরিবারে ২জন সদস্যদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে যৌথ অভিযোগের মামলা দায়ের করেছে। এবং পলাতকদের গ্রেফতার করতে পুলিশ ফোর্স সর্বত্র তৎপড়তা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply