আমাদের চট্টগ্রাম প্রতিনিধির সংবাদ:
গতকাল ১৬ই ডিসেম্বর ২০২০ইং রাঙ্গুনিয়া উপজেলায় মোগলের হাটে বিশিষ্ঠ প্রাক্তন ব্যবসায়ী মৃত শ্রী বিরেন্দ্র পালের জৈষ্ঠ পূত্র শ্রী নিরাঞ্জন কান্তি পাল (৬৬)কে দূর্বৃত্তরা জনসম্মুখে নির্মম পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া যায়। প্রতিনিধি এই হত্যার রহস্যর বিষয় এলাকাবাসিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পারে-৩নং রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদ পালপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা শ্রী নিরঞ্জন কান্তি পালের পৈতৃক ভুমি সম্পত্তি এলাকার ভুমি দস্যুচক্র রাজনৈতীক ক্ষমতার দাপটে বেআইনি জোরদখল করাতে উক্ত সকালে উভয়ের মধ্যে উত্তেজক বাকবিতন্ড শুরু হয়।ফলে দখলদার ভুমি দস্যুরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন রকম হাতিয়ার দ্বারা নিরঞ্জন ও সহধর ভাই সুরেশ পালকে নির্মম ভাবে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে পাশ্ববর্তি লোকজন ছুটে আসার পূর্বে দূর্বৃত্তরা ভয়ভীতি দেখিয়ে মটোর বাইকে দ্রুত পালিয়ে যায়। আহতদের চিকিৎসার জন্য রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত করলে নিরঞ্জনের মস্তিষ্কের চরম অবনতি ঘটে ফলে ডিউটি ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন কিন্তু অনিয়ন্ত্রীত রক্ত ক্ষরনে চিকিৎসরত নিরঞ্জন সেই রাতে মৃত্যু বরন করেন। এই হত্যার বিষয় প্রতিনিধি শোকাহত পরিবারে ভীত ও আতঙ্ক-গ্রস্থ আত্মিয়দের মাধ্যমে নিশ্চিত হয় যে-ভিকটিম নিরঞ্জন কান্তি পাল পৈতৃক সূত্রে প্রাপ্ত মোগলের হাট রাস্তা পার্শ্ববর্তি ২০ শতাংশ ভুমি সম্পত্তির মূল্য বৃদ্ধি হওয়ার কারনে এলাকার রাজনৈতীক ক্ষমতাশীল ভুমি দস্যু চক্র দীর্ঘদিন যাবৎ অত্যন্ত নগন্য মূল্যে সম্পত্তিটি ক্রয়ের চাপ সৃষ্টি করছিল।কিন্তু নিরঞ্জন কোন ভাবেই সম্পত্তি বিক্রি করতে রাজি না হওয়াতে প্রতিপক্ষরা অবৈধ প্রক্রিয়ায় জালদলিল পত্রের মাধ্যমে বেআইনি ভাবে সম্পত্তি জোরদখল করলে এই মর্মান্তিক হত্যার সুচনা হয়। এই বিষয় ভূমি দখলদার ও হত্যা কারিদের পরিচয় জানতে চাইলে ভিকটিমের আত্মিয়রা নিরাপত্তাহীনতা কারনে আসামীদের পরিচয় প্রকাশে অসম্মতি জানায়। ফলে প্রতিনিধি রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শককে হত্যাকান্ড ও অপরাধীদের বিষয় জিজ্ঞাসা করলে তাহারা প্রাথমিক ভাবে কোন মন্তব্য করতে রাজি নয়। তবে পুলিশ অফিসার নিশ্চিত করেন যে-ভিকটিম পরিবার মামলা দায়ের করার পর বিষয়টি গুরুত্বসহ তদন্তর মাধ্যমে প্রকৃত অপরাধীদের পরিচয় উৎঘাটন করা হবে। এই সংবাদ প্রচার হওয়া পর্যন্ত থানায় কোন মামলা রুজু বা আইন প্রশাসন কোন ব্যক্তিকে/আসামীকে সন্দেহাতীত গ্রেফতার করেন নাই।
Leave a Reply