আমাদের সংবাদদাতাঃ-
সিলেট মহানগর ২৪নং সিটি ওয়ার্ড, শাপলাবাগ, টিলাগড় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও পেশাগত অবসরপ্রাপ্ত প্রকৌশলী জনাব মোঃ মহিবুর রহমান (৬৯) গত ৩০শে জানুয়ারী ২০১৯ইং কারা কর্তৃপক্ষের নিয়ন্ত্রনে হার্ট এ্যাটাক্ট করে মৃত্যু বরন করেন। এই মৃত্যু প্রসঙ্গে তাহার পরিবার ও প্রতিবেশীর সাথে যোগাযোগে জানা যায় যে, তিনি অত্যন্ত ন্যায়-নীতি পরায়ন ও সম্মানীত ব্যক্তি হিসাবে সমাজে সুপরিচিত ছিলেন। ফলে গত ৩০/১২/১৮ইং প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনে সরকারী দল ও আইন প্রশাসনের অনৈতীক কর্মকান্ড বিরোধী সমালোচনা/মতবাদ ব্যক্ত করায় রাষ্ট্র পক্ষ তাহাকে ৩রা জানুয়ারী ২০১৯ইং রাতে তার নিজ গৃহ থেকে গ্রেফতার ও রাষ্ট্রদ্রোহী মামলায় কারাগারে আটক করেন। ফলে পরিবার সদস্যরা জানায়, তাহার জামিনের জন্য আদালতে আবেদন জানিয়ে বিফল হয়েছেন এবং তিনি কখনো হৃদ রোগ বা জোটিল রোগে আক্রান্ত ছিলেন না । পরিবার দাবী করেন যে, তাহার শরীরে নির্যাতনের কিছু চিহ্ন প্রতিয়মান ছিল এবং কর্তৃপক্ষ দ্রুত তাহার দাফন সম্পাদনের চাপ সৃষ্টি করলে পরিবারের সন্দেহের সৃষ্টি হয় বিধায় ময়না তদন্ত করা হয়। কিন্তু পুলিশ প্রশাসনের নিয়ন্ত্রনে ওসমানী মেডিক্যালের ময়না তদন্ত তথ্য মোতাবেক হার্ট এ্যাটাকে তাহার মৃত্যুর বিষয় উল্লেখ আছে। ফলে মৃত্যুর কারনটি পরিবার ও এলাকাবাসির মধ্যে চরম বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হওয়াতে তাহার পরিবার কারা-কর্তৃপক্ষর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের দাবী করছেন। ভিকটিম পরিবার ও এলাকার লোকজন অত্যন্ত দূঃখের সাথে আরো ব্যক্ত করেন যে, মৃত মোঃ মহিবুর রহমান বিরোধী রাজনীতির সমর্থক ও সরকারের সমালোচনার কারনে তিনি বীর মুক্তিযোদ্ধা হয়েও রাষ্ট্রীয় মর্যাদায় তাহাকে দাফন সম্পাদন থেকে বঞ্চিত করা হয়। উপরন্ত আইন প্রশাসন তাহার পরিবারের সদস্যদের উপর মানহানিকর অভিযোগ ও বিভিন্ন ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে হয়রানী ও পেরেশানি করছেন বলে সদস্যরা অবহিত করেন।
Leave a Reply