আমাদের প্রতিনিধি সংবাদদাতা ইমোন শিকদার
নরসিংদী সদর উপজেলা আমদিয়া ইউনিয়নের চানগাও গ্রামের বাসিন্দা মৃত শ্রী ডঃ নিতাই চন্দ্র সরকারের কুমারী কন্যা মৌসুমি রানী সরকার (১৭) কলেজ ছাত্রীর ঝুলন্ত মৃত দেহ অদ্য ১২/০৫/২০ইং সকালে খান্দারি গ্রামের আম বাগানে পাওয়া যায়।সংবাদটি এলাকায় প্রচারিত হলে মৃত মৌসুমির পরিবার জানতে পারেন এবং দ্রুত ঘটনা স্থলে উপস্থিত হয়ে পুলিশের উপস্থিতিতে তাহার লাশ শনাক্ত করে এবং পুলিশ কর্মকর্তার আদেশে সদর হাসপাতালে ময়না তদন্তর জন্য প্রেরন করা হয়। এই মৃত্যুর কারন জানতে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করলে প্রত্যক্ষদর্শী হাফিজউদ্দি নামে গ্রামবাসি জানায় যে-অদ্য সকাল আনুমানিক ৬.৪৫ ঘটিকায় ফজরের নামাজ শেষে বাড়ী ফেরার সময় ফজলু মিয়ার আম বাগানে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবতির লাশ দেখতে পায় এবং চিৎকারে গ্রামবাসি সেখানে উপস্থিত হয়ে তাৎক্ষনিক থানা পুলিশ ও পার্শ্ববর্তি গ্রামবাসিদের অবগত করেন। এলাকার লোকজন আরো নিশ্চিত করেন গত সপ্তাহে মৌসুমি নামের হিন্দু কুমারী স্কুল ছাত্রির নিখোজের পোষ্টার এলাকার মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ইত্যাদি স্থানে দেখতে পায় বিধায় তাহারা তাৎক্ষনিক পোষ্টারে মোবাইল নাম্বারে ভিকটিম পরিবারকে অবগত করেন। এই বিষয় শোকাহত পরিবারকে জিজ্ঞাবাদে জানাযায় যে-গত ৫/০৫/২০ইং বিকালে মৌসুমি স্কুল থেকে বাড়ী না ফেরায় চিন্তাগ্রস্থ পরিবার সর্বত্র সন্ধান চালায় এবং পরদিন থানায় সাধারন ডায়েরি লিপিবদ্ধ করেন এমনকি মৌসুমি নিখোজের মাইকিং ও ছবি সম্বলিত পোষ্টার পার্শ্ববর্তি এলাকা ও গ্রামে লাগানো হয়। এই অপমৃত্যুর বিষয় সদর হাসপাতালে মর্গে ফরেনসিক ডাক্তারকে জিজ্ঞাসা করলে তিনি সন্দেহাতী আত্নহত্যা মনে করছেন তবে ময়না তদন্ত সম্পাদনের পর বিস্তারীত উৎঘাটন ও বাস্তবতা জানাযাবে।এই বিষয় পুলিশ প্রসাশনকে জিজ্ঞাসা করলে তাহারা বিষয়টি প্রাথমিক ভাবে প্রেমঘটিত বলে মনে করছেন তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ারপর বিষয়টির উপর গুরুত্বপাত করবেন। কিন্তু মৌসুমির আত্মীয়স্বজন ও এলাকার হিন্দু সম্প্রদায়রা ঘটনাটি পরিকল্পীত হত্যাকান্ড হিসাবে দাবী করেন এবং তাহারা জানেন কে বা কাহারা এই অপরাধ সংঘঠিত করেছে কিন্তু জীবনের নিরাপত্তার কারনে মুখ খুলতে পারছেন না তবে আইন সংস্থার সহযোগীতা কামনা করছেন।
Leave a Reply